Rajkumar Rao: 'মা-কে হারিয়েছি, আমি জানি প্রিয়জন চলে যাওয়ার বেদনা', পহেলগাঁও হামলা নিয়ে আবেগপ্রবণ রাজকুমার রাও
ABP Network India Unshaken: Salute To Sindoor: 'ABP Network India Unshaken: Salute To Sindoor'-এর মঞ্চে কথা বলতে গিয়ে রাজকুমার বলেন, 'আমি আজ এখানে কোনও অভিনেতা হিসেবে আসিনি। একজন ভারতীয় হিসেবে এসেছি।

কলকাতা: বলিউডের এখন অন্যতম জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। বিভিন্ন চরিত্রে অভিনয় করে বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। আগামীতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-র বায়োপিকে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের ভূমিকায় তাঁকে দেখা যাওয়ার কথা। সেই প্রস্তুতিই এখন চলছে জোরকদমে। তবে তার মধ্যেই 'ABP Network India Unshaken: Salute To Sindoor' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এদিন পহেলগাঁও হামলা নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাজকুমার রাও। ভারতীয় সৈনিকদের তিনি সাধুবাদ ও জানান অপারেশ সিঁদুর-এর জন্য।
পহেলগাঁও হামলা নিয়ে রাজকুমার রাওয়ের বক্তব্য
'ABP Network India Unshaken: Salute To Sindoor'-এর মঞ্চে কথা বলতে গিয়ে রাজকুমার বলেন, 'আমি আজ এখানে কোনও অভিনেতা হিসেবে আসিনি। একজন ভারতীয় হিসেবে এসেছি। পহেলগাঁও-তে যে নারকীয় ঘটনা ঘটেছে, আমরা সবাই তার সাক্ষী। অন্যদের মতো আমারও কষ্ট হয়েছিল, দুঃখ হয়েছিল, আঘাত পেয়েছিলাম, ক্ষোভে ফেটে পড়েছিলাম। আমি আজও ভাবতে পারি না, যে পরিবারগুলি ওই দিন, ওই জায়গায় ছিলেন, তাঁদের ওপর দিয়ে কী ঝড় বয়ে গিয়েছে। আর যাঁরা তাঁদের পরিবারের মানুষকে হারিয়েছেন, প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জন্য কিছু বলার মতো ভাষা নেই আমার।'
মা-কে নিয়ে আবেগপ্রবণ রাজকুমার
রাজকুমার রাও এদিন আরও বলেন, 'যে সমস্ত পরিবারের মানুষ শহিদ হয়েছেন, আমি কেবল তাঁদের একটাই বার্তা দিতে চাই যে আমরা সবাই আপনাদের সঙ্গে রয়েছি। আমরা যখন আপনাদের মুখগুলো দেখি, তখন নিজেদের ভীষণ কষ্ট হয়। আমিও আমার মা-কে হারিয়েছি। তাই প্রিয়জন হারানোর কষ্টটা আমিও অনুভব করি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেন। আমি ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই। তাঁরা যোগ্য জবাব দিয়েছেন। এবিপি নেটওয়ার্ককেও সাধুবাদ এই ধরণের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য।
কাজের ক্ষেত্রে রাজকুমার
শেষবার রাজকুমার রাও-কে দেখা গিয়েছিল 'মালিক' ছবিতে। এই ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করেছেন মানুসী চিল্লার। এই ছবিতে রাজকুমার রাওকে ভরপুর অ্যাকশন করতে দেখা গিয়েছিল। এই সিনেমায় রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে আপাতত রাজকুমার রাও-কে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখার জন্যই মুখিয়ে রয়েছে গোটা দেশ। সিনেমার শ্যুটিং এখনও শুরু হয়নি। আপাতত প্রস্তুতি নিচ্ছেন রাজকুমার।






















