মুম্বই: প্রায় ৪০ দিনের বেশি সময় ধরে হাসপাতালে কাটিয়ে পরলোকগমন করেছেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। গত ১০ অগাস্ট হার্ট অ্যাটাক (Heart Attack) হয় তাঁর। জিম করাকালীনই হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। তাঁর জিম ট্রেনারই তাঁকে হাসপাতালে ভর্তি করান। প্রায় ৪০ দিনের বেশি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুরু থেকেই তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। জ্ঞান ছিল না অনেক দিন। প্রয়াত হওয়ার কিছুদিন আগে তাঁর জ্ঞান ফেরে। ধীরে ধীরে হাত পা নাড়ানোর চেষ্টা করতে থাকেন। কথা বলারও চেষ্টা করেন। মাঝে রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ রক্ষা হল না। দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করলেন তিনি (Raju Srivastava Death)।


আরও পড়ুন - Alia Bhatt: দর্শকদের মতামতের কতটা দাম দেন আলিয়া ভট্ট? 


হাসপাতালের চিকিৎসকদের পক্ষ থেকে জানা গিয়েছে, মস্তিষ্ক একেবারেই কাজ করছিল না রাজু শ্রীবাস্তবের। কার্যত তাঁর ব্রেন ডেথ হয়ে গিয়েছিল। তিনি হয়তো আর এই পৃথিবীতে থাকলেন না। কিন্তু পরিবারকে দিয়ে গিয়েছেন একটা সচ্ছ্বল জীবন। স্ত্রী, দুই সন্তানের জন্য কত টাকার সম্পত্তি রেখে গেলেন রাজু শ্রীবাস্তব?


রাজু শ্রীবাস্তবের সম্পত্তি-


জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব রেখে গিয়েছেন স্ত্রী শিখা শ্রীবাস্তব, দুই সন্তান আয়ুষ্মান ও অন্তরা শ্রীবাস্তবকে। জানা যায়, কেরিয়ারের শুরু থেকে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন রাজু। বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে কঠিন পরিশ্রম করতে হয়েছে তাঁকে। স্ত্রী শিখা শ্রীবাস্তবকে বিয়ে করার আগেইমুম্বই একটি বাড়ি কিনেছিলেন তিনি। বর্তমানে তাঁর বিলাসবহুল বাড়ি ও গাড়ি রয়েছে। বিভিন্ন সূত্রে খবর, মুম্বইয়েএকটি বিলাসবহুল বাড়ি রয়েছে রাজু শ্রীবাস্তবের। যার দাম কম বেশি সাত থেকে সাড়ে সাত কোটি টাকা। গাড়ির প্রতি ভালোলাগা ছিল তাঁর। তাই তাঁর গ্যারেজে রয়েছে ৮৫ লক্ষ টাকা দামের অডি থেকে ৪৭ লক্ষ টাকা দামের বিএমডব্লিউ। এছাড়াও রোজকার ব্যবহারের জন্য রয়েছে একটি ইনোভা গাড়ি। জানা যায়, রাজু শ্রীবাস্তবের মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি টাকার মতো। 


প্রসঙ্গত, রাজু শ্রীবাস্তবের মৃত্যুর পর তাঁর স্ত্রী শিখা বলেন, 'আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই। এখন আমি আর কীই বা বলতে পারি! ও অনেক লড়াই করেছিল। আমরা অত্যন্ত আশায় ছিলাম যে, ও সেরে উঠবে। প্রার্থনা করছিলাম ওর সুস্থতার। কিন্তু তা আর হল না। ও চলেই গেল। তবে, ও সত্যিকারের লড়াকু ছিল। এটাই বলতে পারি।'