মুম্বই: রাখি সাবন্তকে এবার থেকে দেখা যাবে বিবয় কন্ডোমের বিজ্ঞাপনে। বিতর্কের শিরোনামে থাকতে পছন্দ করা রাখি মন্তব্য করেছেন, দেশের আরও বহু কন্ডোমের বিজ্ঞাপন ও প্রমোশন প্রয়োজন, কন্ডোমের অ্যাড দেওয়া সমাজসেবার থেকে কম নয়।
রাখির বক্তব্য, কন্ডোমের বিজ্ঞাপন বাড়লে যৌন রোগ কমবে। লোকে যাই বলুক, তাঁর দৃঢ় বিশ্বাস, সমাজসেবা করছেন তিনি।
রাখির কন্ডোমের বিজ্ঞাপনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, তিনি দাবি করছেন, তাঁর কন্ডোম ব্র্যান্ড বিপাশা বসু ও সানি লিওনের কন্ডোমের থেকে অনেক ভাল, অনেক নিরাপদ।
রাখির বক্তব্য, যৌনতা নিয়ে আলোচনা অস্বস্তিকর নয়, বরং ধর্ষণ রুখতে অত্যন্ত জরুরি। তাঁর বিবয় কন্ডোম নিরাপদ যৌনতার পাশাপাশি শারীরিক সুখও দিয়ে থাকে বলে তিনি মন্তব্য করেছেন।
[embed]https://www.instagram.com/p/BcHKSbSl3ip/?taken-by=rakhisawant2511[/embed]
[embed]https://www.instagram.com/p/BcKz9j5lVGX/?taken-by=rakhisawant2511[/embed]
এবার কন্ডোমের বিজ্ঞাপন দেবেন রাখি সাবন্ত, দাবি করলেন, তাঁর ব্র্যান্ড সানি লিওন, বিপাশাদের থেকে ভাল!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Dec 2017 03:51 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -