কলকাতা: মায়ের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন তিনি, কিন্তু মেয়ের সঙ্গে নয়। শুধু তাই নয়, মেয়েকে একেবারেই নাকি পছন্দ করেন না তিনি। কাজ করারও ইচ্ছা নেই তাঁর সঙ্গে। সম্প্রতি শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর (Janhvi Kapoor)-কে নিয়ে এমনই মন্তব্য করেছেন রামগোপাল বর্মা (Ram Gopal Varma)। জাহ্নবীর প্রথম পরিচয় অবশ্যই, তিনি শ্রীদেবীর কন্যা। তবে নিজের জোরেই তিনি বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। তবে হামেশাই তাঁর সৌন্দর্য্য বা অভিনয়ের দিক থেকে হামেশাই তুলনা টানা হয় মায়ের সঙ্গে। তবে রামগোপাল বর্মার মত, মায়ের সঙ্গে এতটুকুও মিল নেই তার।
সম্প্রতি শ্রীদেবীকে নিয়ে একটি সাক্ষাৎকারে এমনই কথা বলেন রামগোপাল বর্মা। আর সেখানেই উঠে আসে জাহ্নবীর প্রসঙ্গ। তিনি সদ্য একটি সাক্ষাৎকারে রামগোপাল বর্মা বলেন, তিনি এখনও জাহ্নবীর মধ্যে শ্রীদেবীকে দেখতে পাননি। তবে জুনিয়র এনটিআর নাকি সদ্যই একেবারে অন্য কথা বলেছিলেন। সদ্য জুনিয়র এনটিআর কাজ করেছেন জাহ্নবী কপূরের সঙ্গে। সেখানে তিনি বলেছিলেন, সেখানে নাকি একটি ফটোশ্যুটে একেবারে শ্রীদেবীর মতোই দেখতে লাগছিল জাহ্নবী কপূরকে। 'দেবারা' ছবিতে দেখা গিয়েছিল জাহ্নবী কপূরকে।
অন্যদিকে, রামগোপাল পরিচালিত ছবিতে কাজ করেছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। সেই অভিজ্ঞতা নিয়ে পরিচালক বলেছেন, 'নানা ধরনের চরিত্রে কাজ করতে পারতেন শ্রীদেবী। আমি ওঁর ছবি পরিচালনা করছিলাম। কিন্তু ওঁর অভিনয় দেখতাম দর্শকের মতো বুঁদ হয়ে। এই মানের অভিনেত্রী ছিলেন শ্রীদেবী।' তবে জাহ্নবীকে নাকি একেবারেই পছন্দ নয় রামগোপালের। তাঁর মতে, তিনি এমন অনেক চরিত্রের সঙ্গে কাজ করেছেন, যাদের সঙ্গে কোনও যোগই তৈরি হয়নি। মাকে পছন্দ ছিল রামগোপালের, তবে মেয়েকে একেবারেই পছন্দ নয়। এমনকি জাহ্নবীর সঙ্গে কাজ করারও কোনও পরিকল্পনা নেই তাঁর।
অন্যদিকে, জাহ্নবী কিন্তু এখনও ভীষণ মিস করেন তাঁর মাকে। প্রত্যেকবার মায়ের জন্মদিনে বালাজি মন্দিরে পুজো দিতে যান জাহ্নবী। মায়ের কথা প্রত্যেক সময়েই বলেন তিনি। জাহ্নবী সবসময়েই বলেন, তিনি মায়ের মতোই অভিনয় করতে চান। তবে প্রথম ছবির সময় তিনি চাননি মা শ্যুটিং দেখুক। সেই কারণেই তিনি শ্রীদেবীকে শ্যুটিং ফ্লোরে আসতে দিতেন না। তবে ছবি মুক্তির আগেই প্রয়াত হন শ্রীদেবী।
আরও পড়ুন: Allu Arjun: অল্লু অর্জুন ম্যাজিকে খামতি? এক ধাক্কায় অনেকটা কমল 'পুষ্পা ২'-এর আয়