ছবিতে দেখুন- 'ব্রহ্মাস্ত্র'-র শ্যুটিং-এর জন্য মানালী পৌঁছালেন রণবীর-আলিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Nov 2019 11:50 AM (IST)
1
সব ছবি- মানব মঙ্গলানি
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
এরপর নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন তাঁরা
3
ইন্ডাস্ট্রিতে রণবীর আলিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল অনেক আগেই।
4
সম্প্রতি শ্যুটিং-এর সময়ই হাতে আঘাত পান রণবীর।
5
রণবীরকে এদিন দেখা গেল কালো পোশাকে।
6
নীল ডেনিমের সঙ্গে সাদা প্যান্ট পরেছিলেন আলিয়া।
7
এর আগে মুম্বই থেকে মানালীর জন্য রওনা হতে দেখা যায় তাঁদের
8
ছবির শ্যুটিং-এর কাজেই মানালী এসে পৌঁছালেন রণবীর আলিয়া। ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাঁদের।
9
আপাতত নতুন ছবি ব্রহ্মাস্ত্র-র শ্যুটিং-এ ব্যস্ত রণবীর কপূর ও আলিয়া ভট্ট।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -