Ranbir-Deepika: প্রাক্তন জুটির মধ্যে দূরত্ব মিটল? বিমানবন্দরে কাছাকাছি রণবীর-দিপীকা, করলেন আলিঙ্গন ও!
Ranbir Kapoor and Deepika Padukone: সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, মুম্বই বিমানবন্দর দিয়ে পাশাপাশি হেঁটে আসছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর কপূর

কলকাতা: একটা সময়ে, তাঁদের প্রেমের কথা জানত না, বলিউডে এমন কেউ ছিলেন না। সবাই জানতেন, তাঁদের ৭ পাকে বাঁধা পড়া কেবল সময়ের অপেক্ষা। নিজেদের প্রেম নিয়ে তাঁরা রাখঢাক করেননি তো বটেই, বরং প্রেম গোপন রাখার স্বভবত চেষ্টাও দেখা যায়নি তাঁদের মধ্যে। একসঙ্গে সিনেমা করা থেকে শুরু করে, নায়িকা শরীরে নায়কের নামের ট্যাটু পর্যন্ত করিয়ে ফেলেছিলেন। তবে সেই সমস্ত এখন অতীত। নায়ক নায়িকার প্রেম ভেঙেছে বহু বছর। প্রত্যেকেই এখন নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত। তবে হঠাৎ কি সময় বদলাল? অনুরাগীদের এক টুকরো পুরনো স্মৃতি ফিরিয়ে দিলেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)?
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, মুম্বই বিমানবন্দর দিয়ে পাশাপাশি হেঁটে আসছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর কপূর। বাইরে এসে, তাঁরা একে অপরকে একবার জড়িয়ে ধরছেন আলতো করে। তারপরে উঠে যাচ্ছেন, যে যার গাড়িতে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে অবাক হয়েছেন অনেকেই। একটা সময়ে কার্যত মুখ দেখাদেখি বন্ধ ছিল নায়ক নায়িকার। তবে এখন সেই সময় বদলেছে। পরিস্থিতি বদলেছে। ফলে নায়ক নায়িকার মধ্যে এখন সব কিছুই অনেক স্বাভাবিক হয়েছে। তবে কেন এই প্রাক্তন জুটি একসঙ্গে ফিরছিলেন মুম্বই বিমানবন্দরে, সেই উত্তর কিন্তু পাওয়া যায়নি।
একটা দীর্ঘ সময় প্রেম করার পরে, বিচ্ছেদ হয়ে যায় দীপিকা ও রণবীরের। শোনা যায়, সেই সময়ে অবসাদে চলে গিয়েছিলেন দীপিকা। কাজ ছেড়ে দিয়েছিলেন। হাত থেকে বেরিয়ে গিয়েছিল একের পর এক সিনেমা। রণবীরের জীবনে এই বিচ্ছেদের তেমন কোনও প্রভাব পড়েছিল বলে অবশ্য শোনা যায়নি। তিনি নিজের মতোই জীবন যাপন করছিলেন। এরপরে রণবীর সম্পর্কে জড়ান আলিয়া ভট্টের সঙ্গে। অন্যদিকে দীপিকা সম্পর্কে জড়ান রণবীর সিংহের সঙ্গে। দুই নায়ক নায়িকার আলাদা আলাদা সম্পর্কই গড়ায় বিয়ে পর্যন্ত। বর্তমানে তাঁরা ২ জনেই সংসারী। আলি আর রণবীরের একটি ফুটফুটে মেয়ে রয়েছে। নাম রাহা। অন্যদিকে দীপিকা আর রণবীরেরও এক কন্যাসন্তান রয়েছে। নাম দুয়া।
আলাদা আলাদা করে দীপিকা আর রণবীর নিজেদের মতো করে সম্পর্ক গুছিয়ে নিলেও, অনুরাগীরা ফের তাঁদের একসঙ্গে দেখে যেন আবেগে ভেসেছেন। অনেকে আবার আর্জি জানিয়েছেন বড়পর্দায় ফের একসঙ্গে কাজ করার জন্য ও।






















