নয়াদিল্লি: কেরলে বিধ্বংসী বন্যার প্রভাব অনেক মানুষের রুটি-রুজি ও বাসস্থানে পড়েছে। এই সংকটের সময়ে দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। এখনও পর্যন্ত চলচ্চিত্র জগতের তারকাও সাধ্যমতো সাহায্য করেছেন। বলিউড অভিনেতা রণদীপ হুডা ও অভিনেত্রী সানি লিওনও দুঃসময়ে বিপন্নদের পাশে দাঁড়ালেন।



গত ২০ আগস্ট নিজের ৪১ তম জন্মদিনটা কেরলের বন্যা দুর্গতদের সঙ্গেই কাটালেন রণদীপ। বন্যার্তদের জন্য লঙ্গরের আয়োজন করেন তিনি। খালসা এইড গ্রুপের পক্ষ থেকে বন্যা দুর্গতদের সাহায্য করতে আসেন রণদীপ।




নিজের হাতে খাবার বন্যা দুর্গতদের হাতে তুলে দেন তিনি। সেইসঙ্গে ত্রাণ শিবিরেও গিয়েছিলেন। রণদীপের এই সময়কার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।



রণবীরের পাশাপাশি সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েলও কেরলের বন্যা দুর্গতদের সাহায্যে প্রায় ১২০০ কেজি ওজনের খাদ্যসামগ্রী পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সানি জানিয়েছেন যে, তিনি কেরলের বন্যার্তদের জন্য চাল ও ডাল পাঠাচ্ছেন।



চলচিত্র পরিচালক সুভাষ ঘাইও প্যাকেটবন্দি খাবার পাঠিয়েছেন। বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন কেরলে বন্যা পীড়িতদের জন্য ৫১ লক্ষ টাকা সাহায্য করেছেন। এছাড়াও প্রয়োজনীয় সামগ্রীও পাঠিয়েছেন তিনি।