কলকাতা: তাঁদের প্রেমের গুঞ্জন তো ছিলই, এবার কি তাতেই সিলমোহর পড়ল নতুন প্রোজেক্টের হাত ধরে? লাদাখে মিউজিক ভিডিওর শ্যুটিং সারলেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) ও অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Syamoupti Mudli)। এর আগে, 'গুড্ডি' (Guddi) ধারাবাহিকে একে অপরের বিপরীতে অভিনয় করতেন রণজয় ও শ্যামৌপ্তি। সেখান থেকেই জনপ্রিয়তা পেয়েছিল তাঁদের জুটি। আর এবার, সেই জুটিকেই দেখা যাবে নতুন মিউজিক ভিডিওতে। 


শুধুই কি অনস্ক্রিন জুটি? এই ধারাবাহিক চলছে চলছেই ব্যক্তিগত জীবনে ঝড় আসে রণজয়ের। অভিনেত্রী সোহিনী সরকারের (Sohini Sarkar) সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা কে না জানে। সেই সোহিনীর সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ হয় রণজয়ের। আর সেই সময় থেকেই রণজয়ের পাশাপাশি উঠে আসে শ্যামৌপ্তির নাম। শোনা যায়, শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কে জড়ানোর দরুণই সোহিনীর সঙ্গে সম্পর্ক ভেঙে যায় রণজয়ের। 


অন্যদিকে সোহিনীর সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly)। শুধু সম্পর্কের গুঞ্জন নয়, শোনা যাচ্ছে এই জুলাই মাসেই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। আর সোহিনীর সঙ্গে বিয়ের মাসেই লাদাখ রণজয়। সঙ্গে তাঁর চর্চিত প্রেমিকা শ্যামৌপ্তি। একসঙ্গে একটি মিউজিক ভিডিও শ্যুট করেছেন তাঁরা। সদ্য লাদাখ যাওয়ার একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন রণজয়। সেখানে দেখা যায়নি শ্যামৌপ্তিকে। তবে পরে রণজয়ই শ্যামৌপ্তির সঙ্গে ছবি শেয়ার করে নেন শ্যুটিং লোকেশন থেকে। 


প্রিয় জুটিকে একসঙ্গে দেখে খুশি অনুরাগীরা। অনেকেই কমেন্টবক্সে জাহির করেছেন তাঁদের খুশি। অন্যদিকে, অনেকে আবার লিখেছেন তাঁদের সম্পর্কের কথা। যদিও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি রণজয় বা শ্যামৌপ্তি কেউই। বরং বারে বারেই বারণ করেছেন অনুরাগীদের এই অনর্থক চর্চা বন্ধ করতে। সদ্য সোশ্যাল মিডিয়ায় রণজয়ের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী মিসমিরও। তবে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তাঁরা জানান এই বিষয়টি সত্যি নয়। এই জল্পনা ভিত্তিহীন। শ্যামৌপ্তির ক্ষেত্রে অবশ্য এই ধরণের কোনও বিবৃতি মেলেনি কারও তরফে। তাই অনেকে মনে করেন, শ্যামৌপ্তির সঙ্গে রণজয়ের সম্পর্ক রয়েছে। তবে অনস্ক্রিন জনপ্রিয় এই জুটির সম্পর্ক অফস্ক্রিনে যে কেমন.. সে কথা কেবল জানেন তাঁরাই। 


 






আরও পড়ুন: Rhea Chakraborty: সুশান্তের মৃত্যুর জন্য তাঁকে দায়ী করেছিল সমাজ, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন রিয়া


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।