কলকাতা: বিচ্ছেদ, বিতর্ক, তর্ক.. তাঁর নাম বারে বারেই উঠে আসছে চর্চায়। তাঁর প্রেম, সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া চলছেই। কিন্তু এই সমস্ত কিছুর আড়ালে বসে সেই মানুষটা কী চাইছেন? শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly) এবং সোহিনী সরকারের (Sohini Sarkar) বিবাহিত জীবনের মধ্যে তাঁর নাম বারে বারে উঠে আসায় নিতান্ত অস্বস্তিতেই রয়েছেন তিনি। সেই রণজয় বিষ্ণুর মনের কথা, শুনল এবিপি লাইভ (ABP Live)। 


সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শোভন-সোহিনী। কিন্তু তাঁদের বিয়ের পরে, তাঁদের সম্পর্কে বারে বারেই জড়ানো হয়েছে সোহিনীর প্রাক্তন প্রেমিক রণজয় বিষ্ণুর নাম। সেই নিয়ে নিতান্তই বিরক্ত অভিনেতা। এবিপি লাইভকে রণজয় বলছেন, 'সোহিনী আর শোভনকে নিয়ে আমি আর কিই বা বলব বলুন তো! আমার একটাই উত্তর, আমি চাই ওরা দুজনেই ভাল থাকুক। এটা আমি মন থেকে চাই। এবার আমার ভাল চাওয়াতে যদি কারও খারাপ লাগে, তাহলে আমার কিছু করার নেই। সোহিনী একজন খুব ভাল মানুষ, শোভনও খুব ভাল মানুষ। ওরা বিয়ে করেছে। ওদের মধ্যে আমার নাম উঠে আসাটা খুব অস্বস্তিকর। নববিবাহিত দুটি মানুষের মধ্যে আমার নাম উঠে ট্রোলিং, অপমান এবার বন্ধ হোক। ওদের মধ্যে আমার নাম আসাটাই তো খুব খারাপ। খুব ভেতর থেকে চাইছি, এই ট্রোলিংটা বন্ধ হোক। ওদের সঙ্গে অন্যায় হচ্ছে এগুলো।'


কেবল সোহিনী বা শোভন নয়, রণজয়ের ব্যক্তিগত ও প্রাক্তন সম্পর্ক নিয়েও কাটাছেঁড়া চলছে। তিনি কবে কার সঙ্গে সম্পর্কে ছিলেন বা আদৌ ছিলেন কি না সেটাই বারে বারে উঠে আসছে চর্চায়। সেই বিষয়ে রণজয় বলছেন, 'মানুষ যা ইচ্ছা বলতেই পারে, কিন্তু যেভাবে কুরুচিকর মন্তব্য করছেন অনেকে, সেগুলো নিয়ে পাল্টা কথা বলতে গেলে আমার রুচিতে বাঁধে। কারও যদি সত্যিই আমার সম্পর্ক নিয়ে, অতীত নিয়ে কোনও বক্তব্য থাকে, তাহলে না আদালতে গিয়ে প্রমাণ করুক। তবে তো আমি আদালতে পাল্টা তাঁদের অভিযোগের উত্তর দিতে পারব। ভিত্তিহীন কথা বললেই চলে না, অভিযোগ প্রমাণ করতে পারলে তবেই তা বিশ্বাসযোগ্য হয়।'


আরও পড়ুন: Nachiketa Chakraborty: মহানায়ক পুরস্কার পাওয়ার জন্য আমায় অভিনেতাই হতে হবে এটা কোথায় লেখা আছে? প্রশ্ন নচিকেতার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।