কলকাতা: সঙ্গীতশিল্পী রথিজিৎ ভট্টাচার্য্যের (Rathijieet Bhattacharyya)-র জন্মদিন উপলক্ষ্যে প্রত্যেক বছরই নতুন নতুন উদ্যোগ নেওয়া হয় তাঁর গানের স্কুল আর ছাত্রছাত্রীদের তরফে। গোটা মে মাস জুড়েই বিভিন্ন উদ্যোগ নেন খোদ সঙ্গীতশিল্পী ও তাঁর ছাত্রছাত্রীরা। বাদ গেল না এই বছরেও। মে মাস জুড়ে সমাজকল্যাণের বিভিন্ন কাজ করেন সবাই। গতবছর, সমস্ত ছাত্রছাত্রীদের রথিজিতের জন্মদিন উপলক্ষ্যে গাছের চারা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল বৃক্ষরোপণ করার জন্য। আর এই বছর আয়োজন করা হল দুঃস্থদের খাওয়াদাওয়া ও পোশাক বিতরণের।


এই উদ্যোগ নিয়েই গত বছর গোটা পশ্চিমবঙ্গে ৪০০টারও বেশি গাছ লাগিয়েছে এই দল। আর এই বছর, রথিজিতের জন্মদিন উপলক্ষ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। ২১ মে, হাওড়ার স্টেশন চত্বরে ২০০ জনের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। লেক কালীবাড়ির বেশ কিছু ফুটপাতবাসীর মধ্যে বস্ত্র বিতরণও করা হয়েছে রথিজিতের জন্মদিনের উপলক্ষ্যে।


রথিজিৎ-পত্নী শ্রেয়া ভট্টাচার্য্য বলছেন, 'ছাত্রছাত্রীদের পাশে পেলে এমন অনেক কাজ করতে পারব হয়তো। নিজের শিল্পের প্রতি ভরসা রেখে, সৎভাবেই জীবনযাত্রার চেষ্টা করি আমরা। মানুষ যে এগিয়ে আসছেন, এতেই আমরা খুশি'। আর এই উদ্যোগ সম্পর্কে রথিজিৎ বলছেন, 'আমার জন্মদিনটা আগে বাকি পাঁচটা মানুষের মতোই উদযাপন হত। কেক কাটতাম, বন্ধুরা আসত। কিন্তু জীবনে শ্রেয়া আসার পর থেকেই সবটা বদলে গিয়েছে। ওই প্রত্যেক বছর আমার জন্য পরিকল্পনা করে বিশেষ সারপ্রাইজ়। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করি, ভীষণ আনন্দ পাই। গোটা উদ্যোগটাই শ্রেয়ার। এই বছর ১৫০০ টিরও বেশি জামাকাপড় বিতরণ করা হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এভাবেই যেন মানুষের পাশে থাকতে পারি সবসময়। যাঁদের প্রয়োজন, তাঁদের পাশে যেন দাঁড়াতে পারি।'


সঙ্গীতশিল্পীর এই উদ্যোগের প্রশংসাই করেছেন সকলে। 'সারেগামাপা' থেকে জনপ্রিয়তা পাওয়া এই গায়ক পেশা হিসেবে বেছে নিয়েছেন গানকেই।


 






আরও পড়ুন: Rukmini Maitra: ৬ ঘণ্টা ধরে মেকআপ, চোখ সংক্রমণ.. রুক্মিণীর রোবট হওয়া সহজ ছিল না


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।