মুম্বই: বলিউডে মাদক-যোগের শিকড় খুঁজতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তকে স্বাগত জানালেন অভিনেত্রী রবিনা টন্ডন। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, দোষীদের শাস্তি পাওয়া উচিত।


ট্যুইটারে রবিনা লেখেন,(বলিউড) শোধনের এটা সঠিক সময়। এতে আমাদের তরুণ ও ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে। এখান থেকেই শুরু হোক। নিশ্চিত এটা সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়বে। শিকড় থেকে উপড়ে ফেলো। ব্যবহারকারী হোক বা জোগানদার -- দোষীদের শাস্তি দেওয়া হোক। যে সব বড় মাথারা লাভ করে, তারা চোখ বুজে থাকে এবং অন্যদের ধ্বংস করে।





এর আগে, কঙ্গনা রানাউত যখন দাবি করেছিলেন, বলিউডের ৯০ শতাংশ মাদকাসক্ত, তখন ফিল্ম ইন্ডাস্ট্রিকে সমর্থন করেছিলেন রবিনা। তিনি বলেছিলেন, গোটা ইন্ডাস্ট্রিকে একাসনে বসানো ঠিক নয়। এখানে ভাল, মন্দ -- দুই-ই আছে।


তিনি যোগ করেন, বিশ্বে ৯৯ শতাংশ বিচারক, রাজনীতিবিদ, আমলা, আধিকারিক ও পুলিশ দুর্নীতিগ্রস্ত। কিন্তু, এই মন্তব্য তাই বলে সকলের ওপর প্রযোজ্য নয়। মানুষ বিচক্ষণ। তাঁরা ভাল-মন্দর মধ্যে ফারাক বুঝতে পারেন। কয়েকটি বাজে আপেলের জন্য গোটা ঝুড়ি খারাপ হতে পারে না। ঠিক তেমনই, ইন্ডাস্ট্রিতেও ভাল, মন্দ দুই-ই আছে।


এদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ড্রাগ-কানেকশনের তদন্তে দীপিকা পাড়ুকোনের নাম উঠে এসেছে বলে এনসিবি সূত্রে দাবি। যা শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে! ইতিমধ্যেই, দিপীকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে তলব করেছে এনসিবি।


এই পরিস্থিতিতে উঠে আসছে রুপোলি পর্দার আরও একাধিক নায়িকার নাম। যার মধ্যে রয়েছেন -- সারা আলি খান, শ্রদ্ধা কপূর, দিয়া মির্জা এবং নম্রতা শিরোদকর।


এদিকে সূত্রের খবর, বুধবার ফের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা এবং ক্বোয়ান সংস্থার সিইও ধ্রুব চিটগোপেকরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে এনসিবি। জাতীয় পুরস্কার জয়ী প্রযোজক মধু মন্টেনা বর্মাকেও ডাকা হয়েছে বলে সূত্রের খবর।