কলকাতা: আজ জন্মদিন টলিউড অভিনেত্রী রিধিমা ঘোষের (Ridhima Ghosh Birthday)। জীবনের এই বিশেষ দিনটা বিশেষবাবে কাটাচ্ছেন তিনি। সাধারণ অনুরাগী থেকে অন্যান্য় তারকারা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। প্রিয়তমা স্ত্রীর জন্মদিনে তেমনই ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা দিলেন টলিউড অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty)।
রিধিমার জন্মদিনে গৌরবের ভালোবাসায় ভরা বার্তা-
এদিন টলিউড অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেছেন। দুটি ছবিই গোয়ার অঞ্জুনা বিচে তোলা। স্ত্রীর রিধিমা ঘোষের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন অভিনেতা। ছবি পোস্ট করে গৌরব লিখেছেন, 'আমার ভ্রমণসঙ্গী এবং আমার জীবনের ভালোবাসা। শুভ জন্মদিন রিধিমা।' গৌরবের ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তায় পাল্টা 'আই লভ ইউ' বলে উত্তরও দিয়েছেন রিধিমা। গৌরবের পোস্টে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। অভিনেতার ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলে গোয়া ভ্রমণের একাধিক ছবি ফুটে উঠেছে। স্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁরা যে গোয়ায় বেড়াতে গিয়েছেন, তা বোঝাই যাচ্ছে। ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিউডের দুই অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty) এবং রিধিমা ঘোষ (Ridhima Ghosh)। ঘুরতে যেতে যে খুব ভালবাসেন এই তারকা জুটি তা তাঁদের পোস্ট দেখেই বেশ বোঝা যায়। কাজ থেকে ছুটি পেলেই কোথাও বেড়িয়ে আসেন গৌরব ও ঋদ্ধিমা। পোস্ট করেন অজস্র ছবি। প্রতিবারই এই বিশেষ দিনে কোথাও না কোথাও বেড়াতে যান তাঁরা। এবারও তেমনই দেখা যাচ্ছে।
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">
আরও পড়ুন - Tollywood Celebrity Updates: চিনতে পারছেন? বৃদ্ধ নন, ইনি টলিউডের হ্যান্ডসাম নায়ক
প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই ভাই অর্জুন চক্রবর্তীর সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করেছিলেন গৌরব। দুই তারকার ছোটবেলার ছবি দেখে আপ্লুত হন নেটিজেনরা।
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">