Ritwick-Sohini: বাবা মেয়ের মধ্যে সম্পর্কের সেতু 'রান্না-বাটি'? সোহিনীর কাছে রান্না শিখতে গিয়ে কী হল ঋত্বিকের?
Ritwick Chakraborty-Sohini Sarkar: ছবিটি মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর। এই ছবিতে তুলে ধরা হয়েছে এক বাবা আর মেয়ের গল্প।

কলকাতা: রান্না কি শুধুই খাওয়ার জন্য? তা বোধহয় নয়... রান্না মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ তৈরি করে। আর তৈরি করে সম্পর্ক। অথবা কোনও মরে যাওয়া সম্পর্কেও কি বাঁচিয়ে তুলতে পারে? সেই গল্পই বলবে প্রতীম ডি গুপ্তের (Pratim D. Gupta) নতুন সিনেমা 'রান্না বাটি'। প্রযোজনায় নন্দী মুভিজ (Nandi Movies)। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), সোহিনী সরকার (Sohini Sarkar), শোলাঙ্কি রায় (Solanki Roy), ইদা দাশগুপ্ত (Ida Dasgupta), বরুণ চন্দ (Barun Chanda) আর অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। ছবি জুড়ে রয়েছে রান্নার গল্প.. শুধুই কি রান্না নাকি তার সঙ্গে জড়িয়ে রয়েছে সম্পর্কের গল্প।
ছবিটি মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর। এই ছবিতে তুলে ধরা হয়েছে এক বাবা আর মেয়ের গল্প। মা মেয়ের সম্পর্ক খুব ভাল ছিল বটে, কিন্তু অকালেই চলে যান মা। আর তারপরে, গোটা দায়িত্বই গিয়ে পড়ে বাবার ওপর। বাবার ভূমিকায় দেখা যাবে ঋত্বিককে, আর মায়ের ভূমিকায় অভিনয় করছেন শোলাঙ্কি। তবে মা চলে যাওয়ার পরে, মেয়ে আর বাবার মধ্যে দূরত্ব বাড়তে থাকে। কিছুতেই মা-কে যেন ভুলতে পারে না মেয়ে। আর তাই বাবার সঙ্গে যেন আরও বাড়তে থাকে দূরত্ব।
এই পরিস্থিতিতেই হঠাৎ সেই মেয়ের বাবা অনুভব করেন, মেয়ে রান্না ভালবাসত। মা যখন রান্না করছিলেন, তখন নাকি দাঁড়িয়ে দেখত মেয়ে। আর সেই কারণেই বাবা অনুভব করেন, তাঁকে রান্না শিখতে হবে। এখানেই, আসে সোহিনীর চরিত্র। একজন কুকিং কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ঋত্বিক তাঁর কাছেই রান্না শিখতে যান। আর সেখান থেকেই তাঁদের মধ্যে শুরু হয় সম্পর্ক? নাকি রান্নাই কাছে নিয়ে আসে বাবা মেয়েকে? সেই গল্পই তুলে আনবে প্রতীম ডি গুপ্তের নতুন সিনেমা।
এর আগে, প্রতীম ডি গুপ্তের 'মাছের ঝোল' সিনেমায় অভিনয় করেছেন ঋত্বিক। সেখানেও গল্প ছিল রান্না নিয়েই। সেটি ছিল মা ছেলের গল্প। সেখানে ঋত্বিককে দেখা গিয়েছিল একজন শেফের ভূমিকায়। এখানেও ঋত্বিকের রান্নাই হবে সম্পর্কের সেতু, তবে এবার মা ছেলে নয়, বাবা মেয়ের সম্পর্কের গল্প। প্রসঙ্গত, এর আগে শোলাঙ্কি রায় আর সোহিনী সরকার ২ জনের সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন ঋত্বিক। তবে এবার দর্শক রয়েছেন নতুন চমক দেখার অপেক্ষায়।
View this post on Instagram






















