কলকাতা: এবার বড়পর্দায় অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। এর আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। তবে এবার বড়পর্দায় দেখা যেতে চলেছে তাঁকে। তিনি এর আগেই একাধিকবার এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ভক্তিমূলক চরিত্রেই অভিনয় করতে চান। এবারেও অন্যথা হচ্ছে না তার। বড়পর্দায় পা রাখতে গিয়েও সব্যসাচী বেছে নিয়েছেন ভক্তিমূলক চরিত্রকেই। পর্দায় সাধক বামাক্ষ্যাপা-র চরিত্রে দেখা যেতে চলেছে সব্যসাচীকে।
ছোটপর্দার পরে, এবার বড়পর্দায় সাধক বামাক্ষ্যাপা। এর আগে, ছোটপর্দায় মহাপীঠ তারাপীঠ ছবিতে অভিনয় করে একেবারে ঘরের ছেলে হয়ে উঠেছিলেন সব্যসাচী। এই ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল সাধক বামাক্ষ্যাপার চরিত্রে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিকে অভিনয় করে কোথাও যেন এই চরিত্রের মধ্যেই লীন হয়ে গিয়েছিলেন সব্যসাচী। তিনি বারে বারে বলতেন, যখনই তিনি সাধক বামাক্ষ্যাপার লাল বসন পরেন, তখনই যেন নিজের মধ্যে একটা শক্তি অনুভব করেন। এই ধারাবাহিক শেষ হওয়ার সময় সেই লাল বসন ও ত্রিশূল সঙ্গে করে নিয়ে এসেছিলেন সব্যসাচী। সেটা ২০২২ সালের কথা। কখনও বোধহয় তিনি ভাবেননি ফের তাঁকে এই বেশ ধারণ করতে হবে। ভেবেছিলেন, ধারাবাহিক শেষ মানেই চরিত্র শেষ। তবে ফের লাল বসন ও ত্রিশূল ধারণ করার সময় এল বোধহয়। ফের সাধক বামাক্ষ্যাপা হয়ে ধরা দেবেন সব্যসাচী। ছোটপর্দার পরে এবার বড়পর্দায়। আজ 'গল্পের পার্বণ ১৪৩২'-এ এই ঘোষণা করা হয়েছে।
অনেকেই জানেন, সব্যসাচী কেবল অভিনয় করেন না। পাশাপাশি একাধিক গুণ রয়েছে অভিনেতার। তিনি একজন রীতিমতো জনপ্রিয় লেখক। সব্যসাচীর একাধিক বই ও বেরিয়েছে ইতিমধ্যেই। এই ছবির চিত্রনাট্য ও লিখছেন সব্যসাচী নিজেই। প্রযোজনা সংস্থা তাঁর ওপরেই এই গুরুদায়িত্ব দিয়েছেন। আর এই ছবির পরিচালনার দায়িত্ব রয়েছে সায়ন্তন ঘোষালের হাতে। এর আগে ছবি থেকে শুরু করে ওয়েব সিরিজ, বিভিন্ন স্বাদের কনটেন্ট এনে দর্শকদের চমকে দিয়েছেন সায়ন্তন ঘোষাল। তবে এই জঁ-র এ তাঁর কাজ একেবারেই নতুন। সেই কারণে দর্শকেরা তাকিয়ে রয়েছেন, এবার কী চমক নিয়ে আসেন তিনি।
ধারাবাহিক শেষ হওয়ার সময়, সঙ্গে করে মা তারার ছবি ও নিয়ে এসেছিলেন সব্যসাচী। ফের যেন মা তারার -ই স্মরণ নিলেন তিনি। ফের নতুন চরিত্র, নতুন গুরুদায়িত্বে সব্যসাচী। আর দর্শকেরা অপেক্ষায় প্রিয় অভিনেতাকে দেখার।
আরও পড়ুন: Amitabh Bachchan: অভিনয়কে বিদায় বলতে চান অমিতাভ? লিখলেন, 'এবার যাওয়ার সময়...'
আরও পড়ুন: