কলকাতা: তাঁর সুরেলা গলাই তাঁর পরিচয়। অথচ সঙ্গীতশিল্পীকে গান থেকে দূরে থাকতে হবে অসুস্থতার কারণে! তিনি সাহানা বাজপেয়ী (Sahana Bajpaie)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সঙ্গীতশিল্পী জানালেন, পরীক্ষা করে দেখা গিয়েছে, তাঁর স্বরযন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। এর ফলে আগামী এক মাস বা তারও কিছু বেশি সময়ের জন্য তাঁকে গান গাইতে বা চিৎকার না করার নির্দেশ দিয়েছেন চিকিৎসক। 


'আমার ঘর বান্ধিবি.. পথ বান্ধিবি.. কপাল বান্ধিবি কেমনে..' সাহানার গলায় এই গান জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। শুধু লোকগীতি নয়, সাহানার গলায় রবীন্দ্রসঙ্গীতও বার বার পছন্দ করেছেন দর্শক। একাধিক বাংলা ছবিতে প্লেব্যাকের কাজও করেছেন তিনি। তবে সঙ্গীতশিল্পীর কপাল বাঁধা যায়নি সত্যিই। তাঁর অসুস্থতার খবর পেয়ে মনখারাপ সমস্ত অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় সবাই তাঁর সুস্থতা কামনা করেছেন। প্রত্যেকেই চান, সেরে উঠুক সাহানা। 


সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সাহানা লিখেছেন, 'আমার স্ট্রোবোস্কোপিক পরীক্ষা হয়েছে সম্প্রতি। তাতে দেখা গিয়েছে আমার স্বরযন্ত্রে বেশ রক্ষক্ষরণ হয়েছে। আমাকে মাসখানেক গান গাইতে, কথা বলতে বা চিৎকার করতে বারণ করা হয়েছে।’ এখানেই থামেননি সাহানা। তিনি আরও লিখেছেন, ‘ আমার এই পরিস্থিতির সঙ্গে আপনারা দয়া করে মানিয়ে নিন। আমি নিজেও আমার এই নীরবসত্তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটি আমার এমন এক সত্তা, যা আমি এতদিন নিজেই আবিষ্কার করে উঠতে পারিনি। যাঁদের উপর আমি চিৎকার করি, তাঁদের একটু দূরে থাকার অনুরোধ করছি। আমি নিজের সঙ্গেও এই দূরত্ব তৈরি করছি।'


সাহানার পড়াশোনার শিকড় শান্তিনিকেতন। তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে শান্তিকিকেতনা কাটানো বিভিন্ন সময়ের টুকরো ছবি। সম্প্রতি মেয়ের সঙ্গে রাখি বানানোর ছবি ও অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন তিনি। সাহানা অন্য ধারার শিল্পী।


কয়েক ঘণ্টা আগে সাহানার এই পোস্টের পরই শিল্পী নিজে ফেসবুকে তাঁর সাম্প্রতিক একটি গানের লিঙ্ক শেয়ার করেছেন। লালনের ‘জাত গেল’ গানটি নয়া আঙ্গিকে উপস্থাপন করেছেন তিনি। সম্প্রতি একটি চলচ্চিত্রের জন্য রেকর্ড করেছেন ‘মুখ ফেরায়ে না মন’ গানটি। কিন্তু তারপরেই, মনখারাপি পোস্ট করে সাহানা জানালেন, আপাতত- বাধ্য হয়েই গান শোনার থেকে ছুটি নিচ্ছেন তিনি।


">