কলকাতা: তাঁর ছোটবেলা যেখানে কেটেছে, সেখানকার লালমাটির সঙ্গে জড়িয়ে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Thakur)। আর তাই, সেখানকার নববর্ষের সঙ্গেও জড়িয়ে রবীন্দ্র-স্মৃতি। এই দিনেই শান্তিনিকেতনে পালিত হত রবীন্দ্রনাথের জন্মদিন। তার পাশাপাশি থাকত হাতে আঁকা কার্ড। ছোটবেলার অন্যরকম নববর্ষের মধুর স্মৃতি এবিপি লাইভের সঙ্গে ভাগ করে নিলেন সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী (Sahana Bajpaie)। 


৮ মে-র মধ্যে গরমের ছুটি পড়ে যেত স্কুলে। তাই বলে শান্তিনিকেতনে কবিগুরুর জন্মদিন উদযাপন হবে না তাও কী হয়? সাহানা বলছেন, 'শান্তিনিকেতে নববর্ষের দিন আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করতাম। সেইসঙ্গে হাতে এঁকে কার্ড বানাতাম। যাদের পছন্দ হত, তাঁদের, সেইসঙ্গে বন্ধুদেরও কার্ড দেওয়া হত। এটাই আমার কাছে নববর্ষ। বৈশাখ মানেই শালের মঞ্জরী পড়ছে, প্রচণ্ড গরম আর খুব আনন্দ।'


আরও পড়ুন: 'ছোটবেলা কেটেছে আমেরিকাতে, নববর্ষে স্কুলে যেতে হত'


একমাত্র মেয়ে রোহিনীকে নিয়ে সাহানার ঠিকানা এখন শান্তিনিকেতন। নিজের মতোই মেয়েকে শান্তিনিকেতনী শিক্ষায় বড় করছেন সাহানা? সঙ্গীতশিল্পী বলছেন, শান্তিনিকেতনের পরিবেশটা এমন যে নতুন করে কিছু শেখাতে হয়ে না। শান্তিনিকেতনের হাওয়ায় নাচ আছে, গান আছে, নাটক আছে.. গাছের পাতায় পাতায় প্রত্যেকটা ঋতু আসে। আমি লন্ডন থেকে মেয়েকে বেশ কিছুদিনের জন্য শান্তিনিকেতনে নিয়ে এসে থাকার সুযোগ পেয়েছি। আমার মনে হয় এটা একটা আশীর্বাদ। আমি সবসময় চেষ্টা করি ওখানকার পরিবেশ থেকে যতটুকু অভিজ্ঞতা নিংড়ে নেওয়া যায় সেটাই চেষ্টা করি আর আমার মেয়েকেও তাই বলি।'


সামনেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন বাংলা ছবি 'X=প্রেম' (X=Prem)। খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্তের জীবনের ওঠাপড়ার গল্পই বলবে সৃজিতের নতুন ছবি। মুখ্য দুটি ভূমিকায় অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। এছাড়াও এই ছবিতে রয়েছেন মধুরিমা বসাক ও অর্জুন চক্রবর্তী। ছবির সুরের দায়িত্বেরও সিংহভাগ অংশে রয়েছে নতুনরা। ছবির একটি গান গেয়েছেন সাহানা বাজপেয়ী। 'এক যে ছিল রাজা' ছবির পর সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সাহানা বাজপেয়ীর দ্বিতীয় কাজ এটি।'