কলকাতা: চলতি বছরের শুরুতেই, সেফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে ঘটে একটি ভয়াবহ ঘটনা। এক ব্যক্তি সেফ আলি খানের বাড়িতে চুরির উদ্দেশে ঢুকে হামলা চালায় সেফ আলি খানেরই ওপর। পরে তদন্ত করে জানা গিয়েছিল, এই ব্যক্তি নাকি চুরি করার উদ্দেশেই সেফ আলি খানের বাড়িতে ঢুকেছিল। ওই ব্যক্তি নাকি জানতই না, সেটা সেফ আলি খানের বাড়ি। তবে বাড়িতে ঢুকে লুকিয়ে থাকার সময় ওই ব্য়ক্তি সেফের সামনে পড়ে যায়। ধস্তাধস্তির সময় ওই ব্যক্তি সেফকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করেছিল। আহত সেফ পড়ে যাওয়ায় ওই লোকটি পালায়। পরে অবশ্য ওই লোকটিকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হয়ে উঠেছেন সেফ আলি খানও। আর এবার, সেইদিনের কথা নিয়ে মুখ খুললেন সেফ।
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সেফ বলেছেন, 'সেই দিন একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। আমি ভীষণ ভাগ্যবান যে আমার ওপর যে ছুরির হামলা হয়েছিল, তা প্রাণঘাতী ছিল না। কোনও বিপদ ছাড়া বেঁচে ফেরাটা আমার কাছে এখনও অলৌকিক ঘটনা বলেই মনে হয়।' সেফ আলি খান জানান, তিনি যখন গুরুতর আহত হয়ে মাটিতে পড়েছিলেন, রক্তাক্ত.. তখন যেন তাঁর চোখের সামনে গোটা জীবনটা ভেসে উঠেছিল। তিনি সেই সময়ে তাঁর জীবনের সুখানুভুতিগুলো মনে করছিলেন। তাঁর নাকি মনে হচ্ছিল, তাঁর জীবন কতটা রঙিন ছিল। কত জায়গায় তাঁর যাওয়ার সৌভাগ্য হয়েছে। শুধু টাকার বিষয়ে নয়.. অনেকের থেকে অনেক বেশি টাকা তাঁর রয়েছে। উইনচেস্টার সফরের কথা মনে পড়ছিল তাঁরা। স্ত্রী ও চার সন্তানদের সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন মুহূর্ত, একসঙ্গে থাকা, খাওয়া ঘোরা, মদ্যপান... সবই তাঁর মনে পড়ছিল জ্ঞান হারানোর আগে।
এই ঘটনা থেকে বেশ কিছু শিক্ষা নিয়েছেন তিনি, এই কথা স্বীকার করেছেন স্বয়ং সেফই। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'আমার শিক্ষা হল, প্রত্যেককে প্রত্যেকের বাড়ির দরজা বন্ধ রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। আমাদের অনেক কিছু আছে, এবং অনেক কিছু নেই। তাই আমি কৃতজ্ঞ, তবে আমাদের এটা বুঝতে হবে এবং সতর্ক থাকতে হবে। জানলা বন্ধ করে দিন। প্রবেশের পথগুলো বন্ধ করুন। এবং নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করুন।'
আপাতত সুস্থ রয়েছেন সেফ। তিনি পরিবারকে নিয়ে সুখেই রয়েছেন।