Ahaan Panday: 'সাঁইয়ারা' দিয়ে বাজিমাৎ করেছেন, পরের ছবির জন্য নিজেকে একেবারে বদলে ফেললেন অহন পাণ্ড!
Saiyaara Star: এর আগের ছবিতে, অহন পাণ্ডের চুল ছিল লম্বা। তাঁকে একেবারে রোম্যান্টিক নায়ক হিসেবেই দেখেছেন দর্শক

কলকাতা: প্রথম ছবিতেই ঝড় তুলেছিলেন তিনি, কেবল দর্শকদের মনে নয়, বক্সঅফিসেও! 'সাঁইয়ারা' (Saiyaara) সিনেমার নায়ক অহন পাণ্ডে (Ahaan Panday) খুব অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন 'টক অফ দ্য টাউন'। সিনেমায় ভীষণভাবে প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়, শুধু তাই নয়, এই থ্রিলারের যুগে একটা নিছক প্রেমের গল্প দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন মানুষ। আর সেই থেকেই দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে আসবে অহন পাণ্ডের পরের ছবি? সেই ছবিতে তাঁর লুক কেমন হবে? সেই নিয়ে চর্চার শেষ নেই। অবশেষে প্রকাশ্যে এল অহন পাণ্ডের আগামী ছবির লুক। আর তাই নিয়েও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।
এর আগের ছবিতে, অহন পাণ্ডের চুল ছিল লম্বা। তাঁকে একেবারে রোম্যান্টিক নায়ক হিসেবেই দেখেছেন দর্শক। তবে এই ছবিতে তাঁর লুক একেবারেই আলাদা। কালো শার্ট, তার ওপর কালো জ্যাকেট পরে একেবারে অন্যরকম দেখাচ্ছে। পাশাপাশি, এই ছবিতে চুল ছোট করে কেটে ফেলেছেন নায়ক। বোঝাই যায়, তিনি এখন একেবারে অ্যাকশন সিনেমার জন্য প্রস্তুত। এর আগে, মোহিত সুরির মিউজিক্যাল রোমান্টিক সিনেমায় অহন পাণ্ডেকে হাতে গিটার নিয়ে এবং লম্বা চুল নিয়ে দেখা গিয়েছিল। আর এবার, আলি আব্বাস জাফরের সিনেমায় তাঁকে একেবারে অ্যাকশন মোডে দেখা যাবে। অভিনেতা তাঁর দ্বিতীয় ফিল্মের প্রস্তুতি শুরু করেছেন। লম্বা চুল কেটে তিনি তাঁর নতুন ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, এর পরে এই তারকা ফের আলোচনায় এসেছেন।
সূত্রের খবর অনুযায়ী, মোহিত সুরির ছবির হাত ধরে উঠে আসা এই তারকা, এবার আলি আব্বাস জাফরের সঙ্গে কাজ করতে চলেছেন। অহন পাণ্ডের আগামী সিনেমাটি সম্পূর্ণ অ্যাকশন পরিপূর্ণ হবে। এই সিনেমায় অহন পাণ্ডকে তাঁর চেয়ে বয়সে বড় অভিনেত্রী শরভরী ওয়াঘের সঙ্গে প্রেম করতে দেখা যাবে। এখনও সিনেমার নির্মাতারা সিনেমাটির নাম প্রকাশ করেননি। তবে এটিও অহন পাণ্ডর ডেবিউ ফিল্মের মতোই যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি করা হবে। অনুরাগীদের পাশাপাশি নির্মাতারাও আশা করছেন যে, অহন পাণ্ডর দ্বিতীয় সিনেমাটিও সাফল্য পাবে।
View this post on Instagram






















