Salman Khan: অসুস্থ সলমন? বেড়েছে ওজন? যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে সবাইকে অবাক করে দিলেন নায়ক!
Salman Khan News: সোশ্যাল মিডিয়ায় সলমন খান ২টি ছবি শেয়ার করে নিয়েছেন। ২টি ছবিতেই তিনি শার্ট পরে নেই, ছবিতে স্পষ্ট সলমন খানের দেহসৌষ্ঠব!

কলকাতা: সলমন খান (Salman Khan) নাকি আর আগের মতো ফিট নেই? সলমন খান বর্তমান সময়ে যতবারই প্রকাশ্যে এসেছেন, ততবারই প্রশ্ন তোলা হয়েছে তাঁর শরীর নিয়ে। অনেকে যেমন প্রশ্ন তুলেছেন, তিনি কী অসুস্থ? অনেকে আবার প্রশ্ন তুলেছেন, সলমন খান নাকি অনেকটা ওজন বাড়িয়ে ফেলেছেন? অনেকে আবার বলেছেন, সলমন খান নাকি ভীষণ অসুস্থ.. সেই কারণেই তাঁর চেহারা অনেকটা বদলে গিয়েছে। তবে এবার যেন, সমস্ত জল্পনাকে একেবারে চুপ করিয়ে দিলেন সলমন খান!
সোশ্যাল মিডিয়ায় সলমন খান ২টি ছবি শেয়ার করে নিয়েছেন। ২টি ছবিতেই তিনি শার্ট পরে নেই, ছবিতে স্পষ্ট সলমন খানের দেহসৌষ্ঠব! একেবারে টান টান ফিগারে সলমন খান যেন বুঝিয়ে দিচ্ছেন, এখনও বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিতে জানেন তিনি। বয়স যাই হোক না কেন, তিনি যথেষ্ট ফিট এই বয়সেও। সোশ্যাল মিডিয়ায় সলমন এই ছবি শেয়ার করে লিখেছেন, 'কিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হয়। এটা কিছু না ছেড়েই হয়েছে।' সোশ্যাল মিডিয়ায় সলমনের এই ছবি দেখে অবাক হয়েছেন সবাই। সলমনের ফিটনেস যে প্রশ্নাতীত, তা তিনি যেন কেবল এই ২টি ছবিতেই বুঝিয়ে দিয়েছেন। অনুরাগীরাও তাঁর এই ছবি দেখে অবাক। সোশ্যাল মিডিয়ায় তাঁরা প্রশংসা আর ভালবাসা উপচে দিয়েছেন এই ছবিতে।
Kuch haasil karne ke liye kuch chhodna padta hai.. Yeh bina chhode hai. pic.twitter.com/4oyIWYRS83
— Salman Khan (@BeingSalmanKhan) November 3, 2025
চলতি বছরের মাঝামাঝিই একবার নিজের স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছিলেন সলমন খান। তিনি বলেছিলেন, 'টরোজ হাড় ভাঙছে, পেশী ছিঁড়ে যাচ্ছে, এ দিকে আবার ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কাজ করছি। মস্তিষ্কে অ্যানিউরিজ়ম রয়েছে। এগুলো থাকা সত্ত্বেও কাজ করে চলেছি। এভি ম্যালফরমেশনও রয়েছে আমার, তাই নিয়েই চলা ফেরা করছি।' পাশাপাশি সলমন জানিয়েছিলেন, তাঁর একাধিক শারীরিক জটিলতা রয়েছে। মেজাজ খারাপ থাকলে সেই জটিলতা বেড়ে যায়। ২০১৭ সালে, এর আগেও ট্রাইগেমিনাল নিউরালজিয়া রোগটি নিয়ে কথা বলেছিলেন সলমন। এই অসুখ নাকি ‘সুইসাইড ডিজ়িজ়’ নামেও পরিচিত। এই অসুখে নাকি যন্ত্রণা এমন প্রবল জায়গায় পৌঁছয়, রোগী নিজের জীবন পর্যন্ত শেষ করে দিতে চান। তাই এমন নাম এই রোগের। সাধারণত রোগীর মুখে এই যন্ত্রণা হয়। এই যন্ত্রণা সহ্য করা কঠিন। অন্যদিকে, অ্যানিউরিজ়ম স্নায়ু সংক্রান্ত মস্তিষ্কের সমস্যা। অন্য দিকে এভি ম্যালফরমেশন শিরা ও ধমনীর মধ্যে এক অস্বাভাবিক যোগ থেকে তৈরি হয়। মস্তিষ্ক-সহ শরীরের নানা জায়গায় এই অসুখ হতে পারে।






















