কলকাতা: সোশ্যাল মিডিয়ায় একটি অভিনব উদ্যোগের কথা শেয়ার করে নিয়েছিলেন তিনি। নববর্ষের দিন তাঁর মা নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে চান, এটাই ছিল বার্তা। তবে সোশ্যাল মিডিয়ায় এই বার্তা পোস্ট করতেই ধেয়ে এল চূড়ান্ত কটাক্ষ। সোশ্যাল মিডিয়ায় সেই বিষয় নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সঙ্গীতশিল্পী সমদীপ্তা মুখোপাধ্যায় (Samadipta Mukherjee)।
ঠিক কী হয়েছিল ঘটনাটা? সমদীপ্তা দিন কয়েক আগেই একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বার্তা দেন যে তাঁর মা নিজে হাতে রেঁধে সবাইকে কিছু খাওয়াতে চান। আসলে তিনি বোঝাতে চেয়েছিলেন, তাঁর মা নিজে রান্না করবেন বটে, তবে অর্ডার অনুযায়ী। অর্থাৎ রান্না করে বিক্রি করবেন তিনি। ১৩ তারিখ পর্যন্ত যতগুলো অর্ডার আসবে, সেই অনুযায়ী রান্না করবেন তিনি। এই বার্তাই সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানাতে চান সমদীপ্তা। তবে তাঁর এই বার্তা সঠিকভাবে পৌঁছয় না মানুষের কাছে। অনেক মানুষই ভেবে বসেন, সমদীপ্তার মা বোধহয় বিনামূল্যে মানুষকে খাওয়াতে চান। আর সমদীপ্তার এই পোস্টের কমেন্ট বক্স ভরে যায় কদর্য মন্তব্যে। অনেকেই খাওয়ার বিনিময়ে টাকা চাওয়ার নিন্দা করেছেন। অনেকে আবার বুঝতেই পারেননি সমদীপ্তা ব্যবসায়িক স্বার্থে তাঁর মায়ের খাবার বিক্রির ব্যাপারে কথা বলছেন। সেই কারণে অনেকেই কদর্য মন্তব্য করেছেন।
আর এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও পোস্ট করেন সমদীপ্তা। তাঁর প্রোফাইলে আসা সমস্ত মন্তব্যের বিরোধিতা করেন তিনি। সমদীপ্তার কথায়, 'একজন মানুষ আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করবেন, আর তার মূল্য চাইলেই মানুষ খারাপ যায়। আমি একটা আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা সঙ্গে থাকবেন, নাহলে থাকবেন না। কিন্তু আমার সোশ্যাল মিডিয়ায় এসে নিজেদের ফ্রাস্টেশন বের করার অধিকার আপনাদের কে দিয়েছে? এটা আমার প্রোফাইল। আমার প্রোফাইলে আমি এত খারাপ মন্তব্য কেন পড়ব? আমার প্রোফাইলে এই ধরণের মন্তব্য করবেন না। আমার মা অনেকদিন ধরেই এই উদ্যোগ নিতে চেয়েছিলেন। কিন্তু পারেননি আপনাদের মানসিকতার জন্য। সবসময় মা ভেবে এসেছেন, লোকে কি বলবে? আর একটা মানুষ এতদিন পরে একটা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর খুশির জন্য আমরা পরিবারে সবাই ও সামিল হয়েছিলাম। কিন্তু আপনাদের এই মন্তব্য এই কদর্য ব্যবহার আমায় অবাক করছে। জানি না কেন এভাবে মানসিকতার পতন হচ্ছে।'