কলকাতা: তন্বী, ছিপছিপে, ঈর্ষণীয় ফিগার, এই কোনও বিশেষণই তিনি পাননি কোনওদিন। অভিনেত্রী বলতেই মানুষের মনে যে ধারণা থাকে, তার সঙ্গে তেমন খাপ খান না তিনি। তবুও কেবল অভিনয়ের জোরেই টলিউডে ছাপ ফেলেছেন, ছোটপর্দা থেকে বড়পর্দায় অভিনও করছেন চুটিয়ে। চরিত্রের প্রয়োজনে একাধিকবার ওজন কমাতে হলেও, তিনি নিজেই স্বীকার করেন, বহুবার জিম থেকে পালিয়েছেন তিনি। রবিবারের দুপুরে সেই অভিনেত্রীর সঙ্গেই টেলিফোনিক আড্ডা জমাল এবিপি লাইভ। মুঠোফোনের ওপারে মাছভাজা খেতে খেতে নিজের গল্পে অকপট সংঘশ্রী সিংহ (Sanghasri Sinha Mitra)


সামনেই মুক্তি পাচ্ছে 'শ্রীমতী' (Srimati)। সেই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন সংঘশ্রী। এবিপি লাইভকে সংঘশ্রী বললেন, 'শ্রীমতীতে আমার সেরা অভিজ্ঞতা হল স্বস্তিকাদির সঙ্গে অভিনয় করা। ওর সঙ্গে কাজ করলে মনেই হয় না কাজ করছি, মনে হয় পিকনিকে এসেছি। তবে পর্দার চরিত্রের সঙ্গে আমার বাস্তব জীবনের একেবারেই মিল নেই। পর্দায় আমার চরিত্র মানুষকে ছোট করে, মজা করে তাদের নিয়ে (Body Shamming)। আমি ব্যক্তিগত জীবনে একেবারেই তেমন নয়, আমি নিজে এতটাই মজার পাত্র হয়েছি, কখনও কারও শরীর নিয়ে মজা করার কথা ভুলেও ভাবব না। কারণ আমি জানি ঠিক কী অনুভূতি হয়। 


আরও পড়ুন: Swastika Mukherjee: রিল থেকে রিয়েল, গৃহ সহায়িকাদের সঙ্গে সম্পর্কের কথা নিয়ে অকপট স্বস্তিকা


চেহারার জন্য কাজ হারিয়েছেন? সংঘশ্রীর তৎক্ষণাৎ উত্তর, 'মোটা বলে যে কত কাজ হারিয়েছি গুনে বলতে পারব না। আমি কাজ পাচ্ছি তো এই কয়েক বছর। সদ্য 'ফাটাফাটি' ছবিটায় অভিনয় করলাম। চরিত্রটা খুব সুন্দর করে লেখা হয়েছে। কিন্তু এমন গল্প খুব কম হয়। একটা ছবি করে দর্শকদের মধ্যে খুব সচেতনা এনে দিলাম তারপরেই আবার যেমন ছিল তেমন পরিস্থিতি, এভাবে কাজ চলে না। আমার বয়সী এমনকী আমার থেকে বড় অনেকেই নায়িকার চরিত্রে অভিনয় করেন, কেবলমাত্র তাঁরা তন্বী বলে। আমি একজন নৃত্যশিল্পীও। কখনও আমায় কোনও নাচের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না। আমার নাচ দেখে নিতে আমায় বাতিল করলে আপত্তি থাকত না। কিন্তু কেবলমাত্র চেহারার জন্য বাতিল করা হয়েছে বহু জায়গায়। মোটারা কখনও ছবির বা ধারাবাহিকের মুখ্যচরিত্র হতে পারে না , তাদের নিয়ে চিত্রনাট্যই ভাবা হয় না। মোটা মানেই শুধু কমেডি করবে। রোগা হলে কাঞ্চন মল্লিক, মোটা হলে সংঘশ্রী, দুটোই হাসির বিষয়.. কেন আপনাদের কোনও স্বাস্থ্যবান অথচ গম্ভীর শিক্ষক বা আত্মীয় নেই?'