মুম্বই: কঙ্গনা রানাউত যদি মহারাষ্ট্র রাজ্যের কাছে ক্ষমা চান, তবেই তাঁর কাছে তিনি ক্ষমা চাওয়ার কথা ভাবতে পারেন। শনিবার একটি টিভি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
ইন্টারভিউতে সঞ্জয় বলেন, ‘উনি তো মিনি পাকিস্তান বলেছেন মহারাষ্ট্রকে। পারবেন কখনও আহমেদাবাদ সম্পর্কে উনি এ ধরনের কথা বলতে? কঙ্গনা যদি মহারাষ্ট্রের কাছে ক্ষমা চান, তবেই একমাত্র আমি ওঁর কাছে ক্ষমা চাওয়ার কথা চিন্তা করতে পারি।’
প্রসঙ্গত, মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। আর তার জবাবেই শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’–য় রাউত বলেন, ‘যে মুম্বই তাঁকে পরিচিতি দিয়েছে, খাওয়া-পরার ব্যবস্থা করে দিয়েছে, তার প্রতিই বিশ্বাসঘাতকতা করছেন কঙ্গনা। মুম্বই পুলিশকে নিয়ে যদি এতই সমস্যা, তাহলে আর এ শহরে ফিরতে হবে না ওঁকে।’ আর এই কথার উত্তরেই কঙ্গনা মুম্বইকে তুলনা করেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে। টুইট করেন, ‘সঞ্জয় রাউত হুমকি দিয়েছেন আমায়। মুম্বইয়ের রাস্তায় ‘আজাদি’ গ্রাফিতির পরে এবার প্রকাশ্য হুমকি? পাক অধিকৃত কাশ্মীর মনে হচ্ছে এখন মুম্বইকে!’
কঙ্গনার কথার বিপক্ষে মুখ খুলেছেন বলি তারকা থেকে শুরু করে বহু রাজনীতিক ও সাধারণ মানুষ। শিবসেনা বিধায়ক প্রতাপ সরনায়েক তো আরও এক ধাপ এগিয়ে টুইট করেন, ‘কঙ্গনা যদি মুম্বইয়ে পা রাখেন, তবে আমাদের সেনা দলের মহিলা সদস্যরা থাপ্পড় মেরে তাঁর মুখ ভেঙে দেবেন।’ আবার কঙ্গনা টুইট করে বলেন, ‘৯ সেপ্টেম্বর মানালি থেকে মুম্বইয়ে পা রাখব আমি। কারওর বাবার ক্ষমতা নেই যে আমায় আটকায়।’
কঙ্গনা আগে মহারাষ্ট্রের কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা চাওয়ার কথা ভাববেন, বললেন সঞ্জয় রাউত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Sep 2020 01:38 PM (IST)
কঙ্গনা রানাউত যদি মহারাষ্ট্র রাজ্যের কাছে ক্ষমা চান, তবেই তাঁর কাছে তিনি ক্ষমা চাওয়ার কথা ভাবতে পারেন। শনিবার একটি টিভি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -