Panchayat 4: 'অনেক প্রেম হয়েছে..', এবার সচিবজীকে বিয়ে করতে চান রিঙ্কি? বড় ইঙ্গিত দিলেন সানভিকা
Panchayat 4: পরের সিজনে সাত পাকে বাঁধা পড়বে সচিব আর রিঙ্কি?

কলকাতা: ইতিমধ্যেই সবার মুখে মুখে চর্চিত হচ্ছে তাঁর নাম। শুধু তাই নয়, তাঁকে ন্যাশানাল ক্রাশ ও বলা হচ্ছে। তিনি হলেন, সানভিকা (Sanvikaa)। 'পঞ্চায়েত' (Panchayat) ওয়েব সিরিজের রিঙ্কি। তাঁর আর সচিবজীর প্রেমের চর্চা এখন মুখে মুখে। 'পঞ্চায়েত' এর প্রত্যেকটা এপিসোডের সঙ্গে সঙ্গে আরও গভীর হচ্ছে তাঁদের প্রেম। আর দর্শকেরাও যেন মুখিয়ে থাকেন অভিষেক আর রিঙ্কির প্রেম দেখার জন্য। তবে প্রত্যেক সিজনের সঙ্গে সঙ্গে, গল্পে বেড়েছে রিঙ্কির চরিত্রের গুরুত্ব। প্রথম সিজনে রিঙ্কিকে কেবল এক ঝলকই দেখা গিয়েছিল। তবে গল্প যত এগিয়েছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রিঙ্কির চরিত্রটা। তবে, এই অভিনয়ের সুযোগ পেয়ে আদৌ কি খুশি সানভিকা? সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে এনেছেন সেই কথা।
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সানভিকা নাকি নির্মাতাদের অনুরোধ করেছিলেন 'সিজন ৪'-এ তাঁর চরিত্রটাকে আরও একটু গুরুত্বপূর্ণ করতে। যেমন প্রথম সিজনে রিঙ্কির চরিত্রটা একেবারেই গুরুত্বহীন ছিল। সিজন ২ আর সিজন ৩-এ রিঙ্কির চরিত্রটা বেশ অল্পই ছিল। তবে সিজন ৪-এ বেশ গুরুত্ব পেয়েছে রিঙ্কির চরিত্রটা। সানভিকাই নাকি অনুরোধ করেছিলেন চরিত্রটির সময়সীমা আর একটু বাড়াতে।
অভিনেত্রী সাভিকা সুপারহিট স্ট্রিমিং সিরিজ 'পঞ্চায়েত'-এ দেখা গিয়েছেন। এই শো-এ তিনি রিঙ্কির চরিত্রে অভিনয় করেছেন। নিজের কাজের জন্য পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি খুশি। অভিনেত্রী শোটি নিয়ে অনেক কথা বলেছেন। অভিনেত্রী শোটির চতুর্থ সিজন মুক্তি পাওয়ার পরে জানান যে তিনি সবসময় শোয়ের লেখক এবং নির্মাতাদের কাছে তাঁর চরিত্রটিকে আরও বেশি গুরুত্বপূর্ণ করার জন্য অনুরোধ করতেন। সানভিকা নাকি নির্মাতাদের কাছে গিয়ে বলেছিলেন, 'স্য়র .. রিঙ্কির চরিত্রটা যদি আর একটু... আমি আগের সিজনগুলিতে অভিনয় করে আসছি। কিন্তু এই সিজনে যদি....'। 'সিজন ৪'-এই বোঝা যায়, পর্দার রিঙ্কির কথা রেখেছেন নির্মাতারা। সিজন ৩ থেকেই রিঙ্কির চরিত্রটা গুরুত্ব পেতে শুরু করেছিল। তবে সিজন ৪-এ চরিত্রটা আরোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অন্য একটি সাক্ষাৎকারে সানভিকা বলেছেন, 'আমি চাই, এবার সচিব আর রিঙ্কির বিয়ে হোক। খুবই ধীর গতিতে ওদের প্রেমটা এগোচ্ছে। এবার ওদের বিয়ে করিয়ে দেওয়া উচিত। আর আগে যদি অন্যান্য সিজন হয়, তাহলে দেখানো উচিত বিয়ের পরে রিঙ্কি আর সচিব ঠিক কী কী সমস্যায় পড়ছে।'
View this post on Instagram























