Satish Shah Death: পর্দার বাবাকে হারিয়ে শোকস্তব্ধ, 'পরপারে দেখা হবে', বললেন আবেগপ্রবণ সুমীত রাঘবন
Sarabhai vs Sarabhai: পর্দার বাবাকে হারিয়ে শোকাচ্ছন্ন সুমীত রাঘবন। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি।

কলকাতা: দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনির সমস্যায়, ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিনেতা সতীশ শাহ (Satish Shah)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউড জুড়ে। সহ অভিনেতা, বন্ধুর চলে যাওয়াতে শোকপ্রকাশ করেছেন সহ অভিনেতা, সুমীত রাঘবন (Sumeet Raghavan)। 'কমেডি কিং'-এর সঙ্গে দীর্ঘদিন অভিনয় করেছেন তিনি। 'সারাভাই ভার্সেস সারাভাই' এই কাজগুলির মধ্যে অন্যতম। এই সিরিজে সুমীত রাঘবন অভিনয় করেছিলেন ড. সাহিল সারাভাইয়ের চরিত্রে, ইন্দ্রবর্ধন সারাভাইয়ের (সতীশ শাহ) বড় ছেলে হিসেবে।
পর্দার বাবাকে হারিয়ে শোকাচ্ছন্ন সুমীত রাঘবন। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে তিনি শেয়ার করে নিয়েছেন, সতীশ শাহের চলে যাওয়া তাঁর জীবনের ব্যক্তিগত ক্ষতি। এই ভিডিওতে তিনি বলেন, 'আজও দর্শক এই শোয়ের চরিত্রগুলির সঙ্গে নিজেদের মিল খুঁজে পান। হয়তো কেউ বলেন না, তাঁদের বাড়িতে এক জন ইন্দ্রবর্ধন সারাভাই আছেন। সুমীত আবেগপ্রবণ হয়ে বলেন, 'ইন্দ্রবর্ধন সারাভাই একজনই আর তিনি হলেন সতীশ কাকা। এবার তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। এই শোয়ের সম্প্রচারের দিন যত বাড়ছিল, ততই আমাদের সম্পর্কের বন্ধনটা মজবুত হচ্ছিল। আমরা যখনই দেখা করতাম ধারাবাহিকের স্টাইলে কথা বলতাম। আজ আমরা হারালাম পরিবারের কর্তা-জ্যেষ্ঠ সদস্যকে। বহুদিন ধরেই উনি শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন। সত্যিই জীবন মাঝে মাঝে খুব নিষ্ঠুর হয়ে যায়।'
সুমীত রাঘবন আরও বলেছেন, 'এই পরিবারের জ্যেষ্ঠ পুত্র হিসেবে আমি আপনাদের সকল সমবেদনা গ্রহণ করছি। বিদায়, বাবা! শুভ যাত্রা! পরপারে দেখা হবে।' ক্যাপশনে তিনি লিখেছেন, 'লাভ ইউ সতীশ কাকা… লাভ ইউ ড্যাড… আমরা সবাই তোমাকে ভালোবাসি, মিস করছি ইন্দু… নারদ মুনিইইই।' উল্লেখ্য ধারাবাহিকের মধ্যে সতীশ শাহের চরিত্রকে সকলে মজা করে ‘নারদ মুনি’ বলে ডাকতেন। শুধু সুমীত রাঘবনই নয় সারাভাই পরিবারের ছোট ছেলে রোশেশ সারাভাইয়ের চরিত্রে অভিনয় করা রাজেশ কুমারও ইনস্টাগ্রামে শোকপ্রকাশ করেছেন। সতীশ শাহের মৃত্যুর কয়েক ঘণ্টা পরই তিনি লিখেছিলেন, 'এটা আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত। এখনও বিশ্বাস করতে পারছি না সতীশজি আর নেই। মনে হচ্ছে যেন নিজের বাবাকে হারিয়েছি।'
View this post on Instagram






















