কলকাতা: ৭৪ বছর বয়সে প্রয়াত বলিউডের অন্যতম কমেডিয়ান, সতীশ শাহ (Satish Shah)। কথায় বলে, দর্শকের চোখে জল আনা সহজ, কিন্তু মুখে হাসি আনা তত সহজ নয়। সেই কঠিন কাজটারই দায়িত্ব নিয়েছিলেন অভিনেতা সতীশ শাহ (Satish Shah)। প্রথমে আসরানি আর তারপরেই সতীশ শাহ, বলিউড হারাচ্ছে একের পর এক হাসির রাজাকে। তবে বলিউডে একেবারে ফুলে বেছানো ছিল না সতীশ শাহের পথ, যথেষ্ট লড়াই করেই তাঁকে জায়গা করে নিতে হয়েছে বলিউডে। কয়েক বছর আগে, একটি সাক্ষাৎকারে সতীশ শাহ বলেছিলেন, তিনি নাকি একটা সময়ে অভিনয় করার জন্য ৫০, ১০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক ও পেয়েছেন!
একটি সাক্ষাৎকারে একবার সতীশ শাহ, 'জানে ভি দো ইয়ারো' (Jaane Bhi Do Yaaron) ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন। সতীশ শাহ বলেছিলেন, সেই সিনেমার বাজেট ছিল মাত্র ৮ লাখ। সতীশ শাহ জানিয়েছিলেন, সেই সময়ে খুব কম পয়সায় কাজ করতেন অভিনেতা অভিনেত্রীরা। সতীশ শাহ নাকি এই সিনেমার জন্য ৫০ টাকা, ১০০ টাকা এইভাবে পারিশ্রমিক পেয়েছেন। তিনি ভাগে ভাগে পারিশ্রমিক পেতেন। এই সিনেমায় অভিনয় করার জন্য যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন সতীশ। তাঁর কথায়, 'ঈশ্বরের অশেষ কৃপা যে আমাদের ছবিটা ভাল ফল করে। ভাল ব্যবসা করে। 'জানে ভি দো ইয়ারো' সিনেমা তৈরির এত গল্প রয়েছে যে সেটা নিয়ে একটা বই লিখে ফেলা যাবে।
আরও একটি সাক্ষাৎকারে সতীশ শাহ, নাসিরুদ্দিন শাহ, রবি বিশ্বানী, ওম পুরী, পঙ্কজ কপূর, সতীশ কৌশিক, ভক্তি ব্রেফ, নীনা গুপ্তা-র সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা ভাগ করে নেন। সতীশ জানিয়েছিলেন, তাঁরা এই সিনেমায় অভিনয় করার সময় তাঁদের মোটেই মনে হয়নি, এটা একটা হাসির সিনেমা। কিন্তু শ্যুটিং করার পরে তাঁরা বুঝতে পেরেছিলেন, সিনেমাটার মধ্যে কী আছে.. কেন মানুষ এত সিনেমাটাকে পছন্দ করছেন। সতীশের কথায়, 'সেই সময়ে আমাদের মনে হয়েছিল, কেন আমরা এই সিনেমার জন্য খাটছি। আমরা বলতাম, হাসিই তো পাচ্ছে না। দর্শকের কেন ভাল লাগবে! একমাত্র আমাদে পরিচালকের মনে হয়েছিল, সিনেমাটা মজার।'
সতীশ আরও বলেন, এই সিনেমাটা এতটাই কম পয়সায় বানানো হয়েছিল যে ছবির প্রিমিয়ারের জন্য ও টাকা ছিল না। পরিচালক অনুরোধ করেন সবাইকে প্রিমিয়ারের টিকিট কিনতে। অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ছবি কলাকুশলীরা এই সিনেমার টিকিট কেটেই ছবি দেখতে গিয়েছিলেন।