কলকাতা: জন্মদিনের পোস্টেই কি প্রেমে সিলমোহর দিলেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra)। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, নিখিল জৈনের সঙ্গে নাকি প্রেম করছেন সৌরসেনী। তবে সেই খবর নিয়ে মুখ খোলেননি তাঁরা কেউই। সৌরসেনীর সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক রয়েছেন নিখিলের। তাঁর শাড়ি বিপণী সংস্থার মডেল হিসেবে কাজ করেন সৌরসেনী। তবে সেই সম্পর্ক নাকি গড়িয়েছে বাস্তব জীবনেও। নুসরত জৈনের প্রাক্তন স্বামীর সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন সৌরসেনী মৈত্র!


সদ্য নিখিল জৈনের জন্মদিন গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিখিলের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে নিয়েছেন সৌরসেনী। সেই সঙ্গে লিখেছেন, 'এমনই ঝগড়া আর মান ভাঙানোর পালা চলতে থাকুক। শুভ জন্মদিন এনজে।' ইদানিং হামেশাই একসঙ্গে দেখা যায় নিখিল জৈন আর সৌরসেনীকে। তাঁরা একসঙ্গে এবিপি আনন্দের সেরা বাঙালি অনুষ্ঠানেও এসেছিলেন। একসঙ্গে ইডেনে খেলাও দেখতে গিয়েছিলেন নিখিল ও সৌরসেনী। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা। 


এর আগে, ২০১৯ নুসরত জাহানের সঙ্গে বোদরুমে স্বপ্নের বিবাহ সেরেছিলেন নিখিল জৈন। তাঁদের সেই বিয়ের সাক্ষী ছিল গোটা দুনিয়া। তবে ছন্দপতন। ভেঙে যায় নুসরত ও নিখিলের সেই বিয়ে। তাঁদের মধ্যে সমস্যা শুরু হওয়ার পরেই প্রকাশ্যে আসে যে কখনও আইনি বিবাহ করেননি তাঁরা। আর সেই কারণেই তাঁদের সম্পর্ককে লিভ ইন বলা যায় বড়জোর। যদিও পার্লামেন্টে গিয়ে নুসরতের নিজেকে নুসরত জাহান রুহি জৈন বলে পরিচয় দেওয়া, সিঁদুর পরে প্রকাশ্যে আসা সেই সমস্তই বিতর্ক তৈরি করেছিন নুসরত জাহানকে ঘিরে। তবে বর্তমানে নুসরতও ব্যস্ত নিজের জীবন নিয়ে। 


নুসরত এখন যশ দাশগুপ্তের সঙ্গে নতুন করে ঘর বেঁধেছেন। এক পুত্রসন্তানও রয়েছে তাঁদের। নাম ঈশান। আপাতত একরত্তিকে নিয়েই তাঁদের সংসার। অন্যদিকে যশ এবং নুসরত একসঙ্গে মিলে একটি প্রযোজনা সংস্থাও খুলেছে। সেই সংস্থা থেকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে একটি ছবি, নাম সেন্টিমেন্টাল। তবে বক্সঅফিসে তেমন ব্যবসা করতে পারেনি এই ছবি। আগামীতেও আরও একটি ছবির ঘোষণা করেছে তাঁদের প্রযোজনা সংস্থা। সেই ছবিটি তৈরি হতে বেশ কিছুটা সময় লাগবে।


অন্যদিকে নিখিলও নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। ব্যবসা নিয়ে রয়েছেন। তবে তাঁর জীবনে আদৌ সৌরসেনী রয়েছেন কি না সেই উত্তর দেবে সময়। 


আরও পড়ুন: Nimrat Kaur: 'আপনাকে বন্দি করা উচিত', হঠাৎ নিমরত সম্পর্কে এই মন্তব্য কেন নেটিজেনদের?