ভক্তহৃদয়ে কীভাবে উষ্ণতা ছড়ালেন ব্রুনা আবদুল্লাহ? মিলল তারই ঝলক..
দেখুন আরও ছবি...
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগে দেখুন আরও কিছু ছবি, যা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত।
বরাবরই, নিজের সাহসী ভঙ্গিমার জন্য খবরের শিরোনামে থাকেন ব্রুনা।
রিতেশ দেশমুখের বিপরীতে 'গ্রেট গ্র্যান্ড মস্তি' ছবিতেও দেখা গিয়েছে ব্রুনাকে।
'আই হেট লাভ স্টোরিজ', 'দেশী বয়েজ', 'মন্তিজাদে' এবং 'ইয়ে তো টু মাচ হো গয়্যা' ছবিতে অভিনয় করেছেন ব্রুনা।
এখানে বলে রাখা দরকার, গত বছর এপ্রিল মাসে ব্রুনা এই টপলেস ফটোশ্যুট করিয়ে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন।
আগে দেখুন, কিছু ছবির ঝলক, যা ব্রুনা তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
এমনটা প্রথমবার নয় যে ব্রুনা তাঁর হট অ্যান্ড বোল্ড ফটোশ্যুট দিয়ে ইন্টারনেটে শোরগোল ফেলেছেন। এর আগেও, একইভাবে ব্রুনা আলোড়ন তুলেছিলেন।
এই ছবিগুলি ব্রুনার সাম্প্রতিকতম ভিডিও থেকে নেওয়া।
দেখুন ব্রুনার সেই হট অ্যান্ড বোল্ড ফটোশ্যুটের কিছু ঝলক...
সম্প্রতি, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিকিনি ফটোশ্যুটের ঝলক শেয়ার করেছেন ব্রুনা।
ব্রাজিলীয় মডেল থেকে বলিউড অভিনেত্রী-- ক্যামেরার সামনে সাহসী পোজ দিয়ে আজকাল শিরোনামে ব্রুনা।
ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ব্রুনা আবদুল্লাহকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -