কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি, আর সেই ছবি থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। মন্তব্যের ওপর মন্তব্য, ট্রোলিং-বিতর্ক.. অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন সঙ্গীতশিল্পী শান (Shaan)। 


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাদা পোশাক ও ফেজ টুপি পরে নমাজের ভঙ্গিতে ঈদের শুভেচ্ছা জানান শান। ভিডিওটি বছর তিনেক আগের একটি মিউজিক ভিডিওর স্ন্যাপশট। সেই ছবিটির কমেন্টবক্স ভরে ওঠে বিতর্কে, মন্তব্যে। অনেক নেটিজেন লেখেন, হিন্দু হয়ে ফেজ টুপি পড়ে নমাজের ভঙ্গিতে শুভেচ্ছা জানানোর কী প্রয়োজন ছিল? অনেকে প্রশ্ন তোলেন ধর্ম নিয়েও। এবার সোশ্যাল মিডিয়ায় লাইভ এসে এই ঘটনা সম্পর্কে নিজের মতামত প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী। 


 






সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে শান বলেন, 'প্রথমে ভেবেছিলাম আমার ছবির বিষয়ে কিছুই বলব না। আমার হয়তো কোনও বিশ্লেষণ বা যুক্তির প্রয়োজনও ছিল না। কিন্তু এত মানুষের আমার ঈদের শুভেচ্ছা ছবিটা নিয়ে এত মন্তব্য দেখে নিজের মতামতটুকু সবার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছা করছে। কোনও বিশেষ উৎসবে, তার আবহের মতো পোশাক পরা সেই উৎসবের আনন্দ অনুভব করার জন্য। পোশাক মানুষের ধর্ম বা তার পরিচয় হতে পারে বলে আমি মনে করি না। সদ্য আমি স্বর্ণমন্দিরে গিয়েছিলাম। সেখানকার নিয়ম মতোই আমি মাথা ঢেকে ছবি দিয়েছিলাম। আমায় কিন্তু কেউ প্রশ্ন করেননি কেন আমি মাথা ঢেকে ছবি দিয়েছিলাম। তাহলে ফেজ টুপি পরা নিয়ে এই বিতর্ক কেন?'


শান আরও লেখেন, 'আমি বান্দ্রায় এমন একটি পরিবেশে বড় হয়েছি, যেখানে আমার প্রচুর মুসলিম বন্ধু ছিল। কিন্তু আমার কখনও মনে হয়নি ওঁরা আমার চেয়ে আলাদা কিছু। সবাই একসঙ্গে মিলে, সমস্ত অনুষ্ঠানে-উৎসবে আনন্দ করেই বড় হয়েছি। আমি মানুষের চিন্তাধারা হয়তো বদলাতে পারব না, কিন্তু নিজের মতামত রাখার জায়গাও আমার রয়েছে। একবিংশ শতাব্দীতে এসে এই ধরণের মতামত দেখলে খারাপ লাগে। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। আমাদের ধর্ম এত ঠুনকোই বা হবে কেন যে পোশাক বদলালেই তাতে আঘাত লাগবে! বিষয়গুলো নিয়ে একটু ভাবুন, এটুকুই বলতে পারি আমি।'


শানের এই লাইভে রূপম ইসলাম (Rupam Islam) মন্তব্য করেছেন, 'খুব ভাল ভাবনা। তোমায় সবসময় ভালবাসি শান। তোমার বার্তার প্রতি শ্রদ্ধা। তোমার বার্তাই ভারতবর্ষের আসল ইচ্ছা, আত্মাকে তুলে ধরে।'