কলকাতা: তাঁর জীবনটা এখন স্বপ্নের মতো মনে হলেও, তাঁর জীবনের শুরুটা মোটেই স্বপ্নের মতো ছিল না। সেখানে অভাব ছিল, কষ্ট ছিল.. ছিল অনেকটা লড়াই। জীবনের প্রথম বাড়িটি কেনার জন্য একজন প্রযোজকের কাছে টাকা ধার করতে হয়েছিল খোদ শাহরুখ খান (Shah Rukh Khan)-কে! কী হয়েছিল তারপরে? 


সদ্য একটি সাক্ষাৎকারে, শাহরুখ খানের এক সহ অভিনেতা, মুকেশ খান্না তুলে ধরেন শাহরুখের সেই কঠিন সময়ের কথা। 'গুড্ডু' ছবি প্রযোজকের কাছ থেকে বাড়ি কেনার জন্য আগাম টাকা নিয়েছিলেন শাহরুখ খান। সেই সময়ে মুম্বইয়ে তাঁর কোনও নিজের বাড়ি ছিল না। মুকেশ খান্না জানিয়েছেন যে, শাহরুখ খানের সেই সময়ে ভীষণ দরকার ছিল মুম্বইয়ে একটি বাড়ি কেনার। সেই সময়ে শাহরুখ খান, 'গুড্ডু' ছবির প্রযোজকের কাছ থেকে আগাম টাকা নিয়েছিলেন ছবিটিতে অভিনয় করার জন্য। সেই টাকা দিয়ে শাহরুখ একটি বাড়ি কেনেন। 


পরবর্তীকালে অবশ্য এই ছবিটি ভালই ব্যবসা করেছিল এবং তার থেকে প্রযোজক লাভও করেছিলেন। তবে একবার নিজে একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, জীবনের প্রথম বাড়ি কেনার পরে শাহরুখের কার্যত সব টাকা ফুরিয়ে গিয়েছিল। তখন বাড়িতে একটি সোফা কেনার মতোই পরিস্থিতি ছিল না শাহরুখের। গৌরী খানের একটি সোফা পছন্দ হয়েছিল, কিন্তু সেটি কেনার মতো টাকা ছিল না। পরবর্তীকালে বাড়িতে লোক ডেকে তেমনই একটা সোফা বানিয়েছিলেন শাহরুখ খান। 


সময় বদলেছে। প্রথম বাড়ি ছেড়ে বিলাসবহুল 'মন্নত' কিনেছেন শাহরুখ খান। একসময়ে এই বাড়ি কেনার স্বপ্ন দেখতেন তিনি। সেই বাড়িই একদিন হাতের মুঠোয় আসে শাহরুখ খানের। আর এখন... শাহরুখের সেই বাড়ি দেখেই স্বপ্ন দেখেন সদ্য অভিনয় করতে মায়ানগরীতে আসা হাজার হাজার ছেলে মেয়ে। তাঁরাও হয়তো স্বপ্ন দেখে শাহরুখ খান হওয়ার। 


 






আরও পড়ুন: Dev On Khadaan: ছবির প্রথম ঝলক মুক্তির আগের রাতেই দরাজ সার্টিফিকেট পেলেন দেব! কার থেকে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।