কলকাতা: খুনের হুমকি পেয়েছেন 'বলিউডের বাদশা'। শাহরুখ খান (Shah Rukh Khan)। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা যাচ্ছে, এই ঘটনায় যে ফোনটি থেকে শাহরুখকে হুমকি দেওয়া হয়েছে সেই ফোনটি একজন আইনজীবীর। তিনি রায়পুরের বাসিন্দা। ওই ব্যক্তির নাম ফয়জান খান (Faizan Khan)। ওই ব্যক্তিকে পুলিশ জেরা করলে তিনি এই ঘটনার সঙ্গে তাঁর যাবতীয় সম্পর্ক নাকচ করে দেন। ওই আইনজীবী জানিয়েছেন, এই ঘটনার বেশ কিছুদিন আগেই তাঁর ফোনটি চুরি হয়ে গিয়েছে। ফলে তাঁর ফোন ব্যবহার করে কে কী ঘটনা ঘটিয়েছে সেই বিষয় সম্পর্কে তিনি অবগত নন। 


এখানেই শেষ নয়, ওই আইনজীবী জানিয়েছেন, শাহরুখ খানের 'অঞ্জাম' ছবিতে হরিণ শিকার নিয়ে একটি আপত্তিকর সংলাপ ছিল। সেই সংলাপেরও প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। পিটিআই সূত্রে আরও খবর, ছত্তিশগড় থেকে ওই আইনজীবীকে ডেকে পাঠানো হয়েছে তাঁর চুরি যাওয়া ফোনের বিষয়ে যাবতীয় তথ্য জানতে। শুধু খুনের হুমকি নয়, এর সঙ্গে সঙ্গে ৫০ লাখ টাকার দাবিও জানানো হয়েছিল ওই হুমকিতে। জানানো হয়েছিল, কয়েক কোটি টাকা দিলে তবেই নিস্তার পাবেন শাহরুখ খান। 


প্রথমে অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে হুমকি এসেছে বলে জানা গিয়েছিল। এরপরে, সেই মর্মেই অভিযোগ দায়ের হয়েছে মুম্বইয়ের বান্দ্রা থানায়। এই নিয়ে আরও এক বলিউড তারকা খুনের হুমকি পেলেন। কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু বিগত কিছুদিন ধরে যেভাবে মায়ানগরীকে নিশানা করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। আপাতত শাহরুখের নিরাপত্তা বাড়ানো হয়েছে। Y+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে শাহরুখকে। এতদিন সশস্ত্র দুই নিরাপত্তারক্ষী শাহরুকের সঙ্গে থাকতেন। এখন থেকে ছ'জন সশস্ত্র নিরাপত্তারক্ষী ২৪ ঘণ্টা মোতায়েন থাকবেন।


বেশ কিছু দিন ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন সলমন। তাঁকে খুনের হুমকি দেওয়ার নেপথ্যে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই এবং তাঁর গ্যাং বিশ্নোই গ্য়াংয়ের নাম জড়িয়েছে। পাশাপাশি, আরও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েক দশক আগের কৃষ্ণসার হরিণ মামলাকে হাতিয়ার করে সলমনকে হুমকি দিয়ে চলেছে বিশ্নোই গ্যাং। প্রাণে বাঁচতে চাইলে অভিনেতাকে ৫ কোটি টাকা মুক্তিপণ দিতে হবে বলে দাবি জানিয়েছে তারা।


আরও পড়ুন: Deepika Padukone: মেয়েকে নিয়ে প্রথমবার প্রকাশ্যে দীপিকা, মুখ দেখা গেল একরত্তির?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।