Shah Rukh Khan: সাফল্য পেয়েছেন আরিয়ান, পর্দায় পা রাখছেন কন্যাও! তারপরেও কেন দীপাবলিতে অন্ধকার থাকবে শাহরুখের সাধের মন্নত?
Shah Rukh Khan on Diwali: এই বছর, শাহরুখ খানের মন্নত-এ দীপাবলিতে কোনও পার্টির আয়োজন করা হচ্ছে না। সম্প্রতি শাহরুখের ম্যানেজার, পূজা দাদলানি এই খবরটি দিয়েছেন

কলকাতা: শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়ি, অর্থাৎ মন্নত প্রত্যেক বছরই দীপাবলির সময়ে ঝলমল করে ওঠে। দীপাবলির সময়ে, প্রত্যেকের বাড়িই সেজে ওঠে কমবেশি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ছবি শেয়ার করে নেন অনেকেই। আলো দিয়ে সুন্দর করে বাড়ি সাজান সবাই, অনেকের বাড়িতে আবার এই বিশেষ দিনে পার্টিরও আয়োজন করা হয়। সেখানে ভিড় জমান বলিউডের অনেক তারকারাই। সবার মতো, শাহরুখ খানের বাড়িতেও দীপাবলির সময় পার্টির আয়োজন করা হয়। আলো দিয়ে সাজানো হয় গোটা বাড়ি। তবে এদিন পাপারাৎজিদের এই বাড়ির ধারেকাছেও ঘেঁষতে দেওয়া হয় না। খুব মুষ্ঠিমেয় অতিথিরাই উপস্থিত থাকেন এই পার্টিতে।
তবে এই বছর, শাহরুখ খানের মন্নত-এ দীপাবলিতে কোনও পার্টির আয়োজন করা হচ্ছে না। সম্প্রতি শাহরুখের ম্যানেজার, পূজা দাদলানি এই খবরটি দিয়েছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, এবার দীপাবলিতে শাহরুখ খানের সাধের মন্নত থাকবে ফাঁকা। সেখানে কেউ থাকবে না। কারণ শাহরুখ ও তাঁর পরিবার আপাতত এই বাড়িতে থাকছেন না। তাঁরা উঠে গিয়েছেন বান্দ্রার সমুদ্রমুখী ভাড়াটে একটি ফ্ল্যাটে। মন্নত-এ আপাদমস্তক কাজ চলছে। গৌরী খান মন্নতের অন্দরমহলে আমুল পরিবর্তন আনতেন। তিনি পেশাগতভাবেই বাড়ি সাজান, ভাল ও বাসেন এই কাজকে। মন্নতের প্রত্যেকটা কোনাই গৌরীর নিজের হাতে সাজানো। তবে সেই সমস্ত সাজানোয় আমুল পরিবর্তন আনছেন গৌরী। পাশাপাশি, মন্নতে আরও ২টি তলা তৈরি করা হচ্ছে। সেই কারণেও সেখানে কাজ চলছে। এর ফলে, এবার মন্নতে কোনও উৎসবের আয়োজন সম্ভব হচ্ছে না।
শাহরুখ খানের দীপাবলির এই পার্টি বিশেষ কারণে বিখ্যাত। শোনা যায়, এই পার্টিতে আগত সমস্ত অতিথিদের সঙ্গে, অভিনেতা আলাদা করে ছবি তুলে রাখেন। শুধু তাই নয়, পার্টি শেষ হওয়ার পরে অভিনেতা নিজে সবাইকে বাইরে ফিরিয়ে দিয়ে আসেন। তবে, শাহরুখ খানের দীপাবলির পার্টির ছবি পান না পাপারাজ্জিরা। কারণ, এই পার্টির নিরাপত্তা খুবই কঠোর থাকে। হ্যাঁ, শাহরুখ খান পার্টির পরে অবশ্যই বাইরে এসে পাপারাজ্জিদের পোজ দেন। শাহরুখ খানের পাশাপাশি, আরও এক অভিনেতা এই বছর পার্টির আয়োজন করছেন না। তিনি হলেন, আয়ুষ্মান খুরানা। তিনি এবার, তাঁর আগামী ছবি 'থামা'-র জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেই কারণেই তিনি এবার দীপাবলির পার্টি আয়োজন করছেন না। এর আগে, শাহরুখ পুত্র আরিয়ান যখন জেলে ছিলেন, সেই বছর দীপাবলি উদযাপন করেননি শাহরুখ।
তবে এবারের দীপাবলি খুব বিশেষ বলিউডের অন্য অনেকের কাছেই।






















