Shah Rukh Khan: একটাও ফোন করেনি মেয়ে সুহানা! আশায় বসেছিলেন শাহরুখ
Bollywood Celebrity Updates: সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের বাদশা জানালেন যে, তিনি মেয়ের ফোনের আশায় বসেছিলেন। কিন্তু সুহানা তাঁকে একটাও ফোন করেননি।

মুম্বই: দীর্ঘদিন পর পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। পাঁচ বছরের বিরতি কাটিয়ে আগামী বছর মুক্তি পাবে তাঁর ছবি 'পাঠান' (Pathaan)। আগামী বছরই বলিউডে আত্মপ্রকাশ হবে তাঁর কন্যা সুহানারও (Suhana Khan)। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের বাদশা জানালেন যে, তিনি মেয়ের ফোনের আশায় বসেছিলেন। কোনও কাজের প্রস্তাবে রাজি হচ্ছিলেন না। কিন্তু সুহানা তাঁকে একটাও ফোন করেননি।
সুহানার ফোনের আশায় কাজে যোগ দেননি শাহরুখ?
শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। ২০১৮ সালের শেষের দিকে মুক্তি পায় এই ছবি। বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয় 'জিরো'। শাহরুখ খানের সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মাকে। বলিউডের তিন তারকার জমজমাট রসায়নও বক্স অফিসে সাফল্য নিয়ে আসতে পারেনি। তারপর লম্বা বিরতি নেন শাহরুখ খান। গত বছর থেকে বেশ কিছু প্রোজেক্টে কাজ শুরু করেছেন। তাঁর কামব্যাক ছবি 'পাঠান' মুক্তি পাবে ২০২৩-এর জানুয়ারিতে। এছাড়াও 'ডাঙ্কি', 'জওয়ান'-এর মতো ছবিতে তাঁকে দেখা যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ে সুহানার বিদেশ যাওয়ার দিনগুলোর স্মৃতিচারণা করেন শাহরুখ। জানান,সেই সময়ে তিনি সুহানার ফোনের অপেক্ষায় বসেছিলেন। কিন্তু মেয়ে তাঁকে একটিও ফোন করেননি। শাহরুখ খান বলেন, 'ও (সুহানা খান) আমাকে একটাও ফোন করেনি। আমি তখন কোনও ছবিতে সই করিনি। ভাবছিলাম, এই বুঝি ফোন করবে! এই বুঝি ফোন করবে। একদিন আমিই ওকে ফোন করি। জিজ্ঞাসা করি, শোনো, আমি কি কাজ শুরু করব? ও বলে, তুমি কাজ করছ না কেন? আমি বলি, আমি ভাবছিলাম, তুমি আমাকে ফোন করবে। আর বলবে যে, নিউ ইয়র্কে তোমার একা একা লাগছে। আর আমি তোমার কাছে ওখানে চলে যাব। তাই।' প্রসঙ্গত,
নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করেন সুহানা।
আরও পড়ুন - 200 Crore Extortion Case: ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় ফের নোরাকে জিজ্ঞাসাবাদ ইডির
অন্যদিকে, শাহরুখ কন্যা সুহানা খান বলিউডে পা রাখতে চলেছেন জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিজ' দিয়ে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে আরও কয়েকজন স্টার কিডকে। এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হবে বনি কপূর কন্যা খুশি কপূরের, শাহরুখ কন্যা সুহানা খানের এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার। জানা যাচ্ছে, আগামী বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি।






















