Shah Rukh Khan: জন্মদিনে অনুরাগীদের উপহার 'কিং' খানের, অ্যাকশন আর উত্তেজনায় চমকে দিলেন শাহরুখ!
King Teaser: শাহরুখের জন্মদিনে প্রকাশ্যে এল 'কিং'-এর টিজার। টিজারেই বলে দেওয়া হয়েছে, এই শাহরুখ খানকে দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। সত্যিই তাই

কলকাতা: আজ তাঁর জন্মদিন। তাঁকে দেখার জন্য হাজার হাজার অনুরাগী ভিড় জমান আজকের দিনে। দেশের বিভিন্ন প্রান্তে এই দিনে জন্মদিন উদযাপন করা হয় শাহরুখ খান (Shah Rukh Khan)-এর। আর আজকের দিনে, 'কিং খান' তাঁর অনুরাগীদের জন্য নতুন কোনও চমক নিয়ে আসবেন না তাও কি হয়? শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিনে, মুক্তি পেল তাঁর নতুন সিনেমা 'কিং'-এর প্রথম ঝলক। দেখা গেল শাহরুখের প্রথম লুক। ধূসর চুল, শাণিত চোখ.. শাহরুখকে দেখে কার্যত চমকে উঠল নেটদুনিয়া।
শাহরুখের জন্মদিনে প্রকাশ্যে এল 'কিং'-এর টিজার। টিজারেই বলে দেওয়া হয়েছে, এই শাহরুখ খানকে দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। সত্যিই তাই। একেবারে অ্যাকশন অবতারে ধরা দিলেন শাহরুখ, গোটা টিজার জুড়েই অ্যাকশন, রক্ত আর একের পর এক প্রতিপক্ষকে ধরাশায়ী করছেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ এই টিজার নিজেই শেয়ার করে লিখেছেন, 'সমস্ত দেশে বদনাম, কিন্তু গোটা দুনিয়ায় একটাই নাম', 'কিং'.. শো টাইম এসে গিয়েছে। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত এই সিনেমা রিলিজের তারিখ, তাতে অবশ্য অনুরাগীরা একটু হতাশই হয়েছেন। এখনই মুক্তি পাচ্ছে না 'কিং'। শাহরুখের নতুন সিনেমা দেখার জন্য অনুরাগীদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাবে এই সিনেমা। রেড চিলিজ এন্টারটেনমেন্ট আর মারফ্লিক্স পিকচার্সের (Red Chillies Entertainment and Marflix Pictures) যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই সিনেমা। পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ।
সোশ্যাল মিডিয়ায় এই টিজার দেখে আবেগে ভেসেছেন অনুরাগীরা। এমনিতেই শাহরুখের জন্মদিনে অনুরাগীরা তাঁর থেকে কিছু বিশেষ প্রত্যাশা করেন। 'কিং'-এর টিজার কার্যত চমকে দিয়েছে সবাইকেষ একদিকে যেমন অ্যাকশন রয়েছে ছবি জোড়া, বিশেষ করে শাহরুখের লুক ও চমকে দিয়েছে অনুরাগীদের। ধূসর চুলের শাহরুখকে এক্কেবারে অন্যরকম দেখাচ্ছে। কে বলবে তিনি ৬০ ছুঁয়েছেন? শাহরুখের যে প্রথম লুক, সেখানে দেখা গিয়েছে, তিনি দাঁতে ধরে রয়েছেন একটি তাস, তাতে লেগে রয়েছে রক্ত। শাহরুখের কানের দুল তাঁর লুককে আলাদা মাত্রা দিয়েছে। অনুরাগীরা এখন অপেক্ষা করছেন, কবে মুক্তি পাবে ছবিটি।
View this post on Instagram























