মুম্বই: হাউজফুল প্রেক্ষাগৃহ। অন্ধকারে পর্দায় বোনা হচ্ছে এক প্রেমের গল্প। নাহ.. নতুন নয়, এই গল্প প্রায় সকলেরই জানা। শুধু বড়পর্দায় কেন, টেলিভশনে, ওটিটির পর্দায় দেখে দেখে কার্যত সবার মুখস্থ এই ছবির সমস্ত বাঁক। তারপরেও ২০০৭ সালে মুক্তি পাওয়া একটা ছবি প্রেক্ষাগৃহে দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শক। এমনই সেই সাদামাটা প্রেমের গল্পের মাদকতা। 


পর্দায় তখন চলছে ছবির শেষ গান। 'মউজ্জা হি মউজ্জা', জমাটি ভাংড়ার তালি 'হ্যাপি এন্ডিং'। নায়ক নায়িকার মিলন। বিয়ে। হ্যাঁ, ছবির নাম 'জব উই মেট' (Jab We Met)। প্রেক্ষাগৃহ ভর্তি দর্শক তখন তাল মেলাচ্ছেন গানে। হঠাৎ অন্ধকার ঠেলে হলে প্রবেশ করলেন একজন। জ্বলে উঠল আলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না অনেকেই। মুহূর্তের মধ্যে প্রেক্ষাগৃহ ফেটে পড়ল উচ্ছ্বাসে। একবার হাত মেলানোর জন্য, সামনে থেকে তাঁকে দেখার জন্য হুড়োহুড়ি। পর্দায় যিনি জমাটি নাচ করছেন, সেই নায়ক এক্কেবারে তাঁদের মধ্যে, চোখের সামনে। 


আরও পড়ুন: Swara Bhasker Marriage: বিশেষ বিবাহ আইন মেনে এক হলেন ফাহাদ-স্বরা, 'ভালবাসা সুযোগ পাওয়ায়' উচ্ছ্বসিত অভিনেত্রী


ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল একগুচ্ছ পুরনো জনপ্রিয় সিনেমা। তালিকায় ছিল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (Dilwale Dulhania Le Jayenge)-র মতো ছবিও। আর এইদিনেই ফের একবার মুক্তি পেয়েছিল শাহিদ কপূর (Shahid Kapoor) ও করিনা কপূর (Kareen Kapoor) অভিনীত ছবি জব উই মেট (Jab We Met)।


আর সেই ছবি যখন প্রেক্ষাগৃহে দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকেরা, তাঁদের মধ্যে চমক দিতে হাজির হলেন খোদ শাহিদ। অনুরাগীরা ফেটে পড়লেন উচ্ছ্বাসে। প্রায় ১৬ বছরে শাহিদের চেহারা বদলেছে অনেকটা। সেই চকোলেট হিরো ইমেজ বদলে এসেছে 'রাফ অ্যান্ড টাফ' লুক। তবে অপরিবর্তিত রয়ে গিয়েছে মিষ্টি হাসিটা। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দীপনা উচ্ছ্বাসের সেই ভিডিও নিজেই শেয়ার করে নিয়েছেন শাহিদ। তিনি এলেন আর একমুঠো নস্ট্যালজিয়া ছড়িয়ে দিলেন সেই ছবির হাত ধরে, যে ছবি দেখে প্রেমের এক নতুন অর্থ পেয়েছিল তরুণ তরুণীরা।