বড়দিন উপলক্ষ্যে ক্যাটরিনার বাড়িতে জমকালো পার্টিতে শাহরুখ ও সলমন
বেশ কয়েক বছর আগে একটি পার্টিতে সলমন ও শাহরুখের মনোমালিন্য হয়েছিল। কিন্তু সেই পর্ব তাঁরা অনেকদিন আগেই পেরিয়ে এসেছেন। দুজনকে মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায়। (ছবি-মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপার্টিতে এসেছিলেন শ্বেতা বচ্চন। ক্যাটরিনার সঙ্গে ছবিতে তাঁকে দেখা গিয়েছে।
পার্টির ভেতরের ছবিও সামনে এসেছে।পার্টিতে ক্যাটরিনাকে তাঁর বন্ধুদের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে।
ক্যাটরিনা ও সলমনকে আগামী সিনেমা ভারত-এ একসঙ্গে দেখা যাবে।
বড়দিন উপলক্ষ্যে সলমন ও শাহরুখের একসঙ্গে পার্টি করা তাঁদের অনুরাগীদের কাছে দারুণ আকর্ষণীয় ব্যাপার।
ছোট ভূমিকা হলেও ক্যাটরিনার অভিনয় সবার তারিফ আদায় করে নিয়েছে।
জিরো সিনেমায় ক্যাটরিনাকে সুপারস্টার ববিতা সিংহর ভূমিকায় দেখা গিয়েছে।
খুব চোখধাঁধানো সাফল্য পায়নি জিরো। কিন্তু এরপরও ঘরোয়া বক্স অফিসে এই সিনেমার ব্যবসা চারদিনে ৬০ কোটির গণ্ডি পার করেছে।
দুই খান তারকার ঘনিষ্ঠতা এখনও মাঝেমধ্যেই দেখা যায়। কিন্তু এভাবে একসঙ্গে পার্টিতে দুই তারকা কয়েক বছর বাদে একসঙ্গে দেখা গেল।
জিরো সিনেমার একটি গানে সলমন ও শাহরুখ খানকে একসঙ্গে দেখা গিয়েছে। দুই খানের অনুরাগীদের কাছে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে! এবার ক্রিসমাস উপলক্ষ্যে ক্যাটরিনা ও শাহরুখ, সলমনের ডাবল সেলিব্রেশনের সুযোগ এল।
উল্লেখ্য, ক্যাটরিনা ও শাহরুখকে জিরো সিনেমায় দেখা গিয়েছে। সিনেমা ঠিকমতো সাফল্য পেলে তা তো উদযাপন হয়েই থাকে।
ক্যাটরিনার বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে চেপে যাওয়ার সময় সলমনের এই ছবি ক্যামেরায় ধরা পড়েছে।
পার্টির পর বাড়ির দিকে রওনা হওয়ার সময় শাহরুখের এই ছবি ক্যামেরায় ধরা পড়েছে।
এবারের বড়দিন উপলক্ষ্যে বলিউডে এমন ঘটনা ঘটল, যা খুবই কম চোখে পড়ে। আসলে এবার বলিউডের দুই খান সলমন ও শাহরুখ একসঙ্গে পার্টি করতে ক্যাটরিনার বাড়িতে এলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -