কলকাতা: স্বল্পদৈর্ঘ্যের ছবিতে জুটি বাঁধছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Maitra) ও সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee)। আর এই ছবির হাত ধরেই ওয়েব প্ল্যাটফর্মে পা রাখছেন পরিচালক পারমিতা মুন্সি (Paromita Munshi)। সদ্য শেষ হয়েছে এই ছবির শ্যুটিং। কাঞ্চনা ও সুজয় নীল ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সুজয় বিশ্বাস, শর্মিলা সিংহ ফ্লোরা ও কুমার চৌধুরী। ছবির নাম 'ভালবাসা ডট কম'।


এই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে নায়ক ও নায়িকার নাম বিপাশা ও কৌশিক। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বারে বারে প্রশ্নের মুখে পড়েছে দাম্পত্য। বর্তমানে কানে আসে অনেক দাম্পত্য ভাঙার খবরও। তেমনই এক গল্প তুলে ধরা হবে এই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের দায়িত্ব রয়েছেন পরিচালক পারমিতা মুন্সী নিজেই। শিল্পনির্দেশনার দায়িত্বে রয়েছেন সুদীপ ভট্টাচার্য। সংলাপ বিন্যাস করেছেন অর্পিতা পাল। ডিরেক্টর অব ফটোগ্রাফি হলেন প্রসেনজিৎ কোলে। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন শান্তদেব দত্ত। ছবির এডিটর হলেন অরিজিৎ বসু। পোশাক পরিকল্পনা করেছেন অদিতি ভট্টাচার্য। লাইন প্রযোজনা সংস্থার দায়িত্বে রয়েছে শিবানী মুন্সী প্রোডাকশন। ছবির প্রযোজক মিলন চক্রবর্তী।


পুজোর সময় হাই নেক্সট ওটিটি প্ল্যাটফর্মে (Hi NXT OTT Platform) মুক্তি পাবে পারমিতার এই ছবি। মুখ্য দুই চরিত্র বিপাশা ও কৌশিকের দীর্ঘ দাম্পত্য। কিন্তু বেশ কিছু কারণে তাঁরা চায় এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে। তাদের মধ্যে এতটাই তীক্ততা তৈরি হয়েছে যে তারা আর এই সম্পর্কে থাকতে চায় না। গল্পের শুরুটা হয় একটি আইনজীবীর চেম্বার থেকে। যেখানে গল্পের নায়ক ও নায়িকা গিয়েছেন নিজেদের বিয়ের একটি আইনি সিদ্ধান্ত চেয়ে। আইনজীবী ওই দম্পতিকে বোঝান একজন ম্যারেজ কাউন্সিলারের কাছে যাওয়ার জন্য কিন্তু দুজনেই নিজের নিজের জায়গায় অনড়। 


এই গল্পে একটি বড় অংশ নিয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। ওই দম্পতির 'রাতের রজনীগন্ধা' ও 'ভোরের পাখি' নামে দুটি সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল রয়েছে। এই প্রোফাইলগুলি বেশ বড় জায়গা করে নেয় তাঁদের গল্পে। কিন্তু শুধুই কি ফেসবুক প্রোফাইল নাকি প্রাণহীন এই প্রোফাইলই বিপাশা আর কৌশিকের দাম্পত্যের মোড় ঘুরিয়ে দেবে? সেই গল্প বলবে পারমিতা মুন্সির নতুন ছবি। 


পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর সেই পুজোতেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে পারমিতা মুন্সির এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি। 


আরও পড়ুন: Web Series Can Watch on Weekend: বলিউড থেকে টলিউড.. ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া একগুচ্ছ ছবি ও সিরিজ সপ্তাহান্তে দেখে নিতে পারেন আপনিও