নয়াদিল্লি: নেটফ্লিক্সে ‘গুঞ্জন সাক্সেনা-দি কার্গিল গার্ল’ সম্প্রচারে স্থগিতাদেশের আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট। ১২ আগস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবিটি নিয়ে আপত্তি উঠেছে কিছু মহল থেকে। ছবিটির প্রদর্শন স্থগিত রাখার আর্জির ব্যাপারে বিচারপতি রাজীব শাকধর বর্তমান পর্যায়ে অন্তর্বর্তী ইনজাংশন জারি করতে অস্বীকার করেন, বলেন, ছবিটি ইতিমধ্যেই রিলিজ হয়ে গিয়েছে, আরও আগেই আবেদন জানানো উচিত ছিল। ছবি স্থগিত রাখার আবেদনের ব্যাপারে ধর্মা প্রোডাকশন ও নেটফ্লিক্সের বক্তব্য জানতে চেয়ে হাইকোর্ট ১৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন স্থির করেছে।
কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল সঞ্জয় জৈন সওয়াল করেন, ছবিটিতে ভারতীয় বায়ুসেনায় লিঙ্গ বৈষম্য হয় বলে দেখিয়ে তার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে, কিন্তু আদতে সেখানে এমন ভেদাভেদ নেই।
প্রতিরক্ষামন্ত্রকের তরফে হাইকোর্টে অভিযোগ করা হয় যে, ছবিটির নির্মাতারা এয়ারফোর্সের এক অফিসারের আসল জীবনের ওপর ছবি করতে চেয়ে ভারতীয় বায়ুসেনার সাহায্য চেয়েছিলেন, কিন্তু ‘বিভ্রান্তিকর, প্রভাব খাটানোর মতো তথ্যের ওপর দাঁড়িয়ে বাহিনীর নেতিবাচক ছবি তুলে ধরা’র আসল উদ্দেশ্য সম্পর্কে বায়ুসেনাকে অন্ধকারে রাখেন।
হাইকোর্ট বলেছে, প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনাকে এই পিটিশনের পক্ষ করা উচিত বলে তারা মনে করে, তাঁর প্রতিক্রিয়া জানতে চেয়ে নোটিসও পাঠায় তাঁকে।
নেটফ্লিক্সে ‘গুঞ্জন সাক্সেনা-দি কার্গিল গার্ল’ সম্প্রচার স্থগিতের আর্জি খারিজ, আরও আগে আসা উচিত ছিল, বলল দিল্লি হাইকোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Sep 2020 06:06 PM (IST)
কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল সঞ্জয় জৈন সওয়াল করেন, ছবিটিতে ভারতীয় বায়ুসেনায় লিঙ্গ বৈষম্য হয় বলে দেখিয়ে তার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে, কিন্তু আদতে সেখানে এমন ভেদাভেদ নেই।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -