Zubeen Garg: জুবিনের মৃত্যু কি স্বাভাবিক? জনপ্রিয় শিল্পীর মৃত্যু নিয়ে এবার বিবৃতি দিল সিঙ্গাপুর পুলিশ
Zubeen Garg: জুবিনের মৃত্যুর নিয়ে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে জানানো হয়েছে, জুবিনের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা দেখা যাচ্ছে না।

কলকাতা: জুবিন গর্গের (Zubeen Garg)-এর মৃত্যু কি স্বাভাবিক? এই প্রশ্ন এখনও ঘোরাফেরা করছে সাধারণ মানুষ থেকে শুরু করে সঙ্গীতশিল্পীর পরিবারের মানুষদের মনে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জুবিনের। তবে এরপরে উঠে এসেছে বিভিন্ন তথ্য। অনেকে অনেক কথা বলেছেন এই মৃত্যু নিয়ে। উঠে আসছে চক্রান্তের তথ্য ও। তবে এই সব কিছুর মধ্যে এবার জুবিনের মৃত্যু নিয়ে এবার বিবৃতি জমা দিল সিঙ্গাপুর পুলিশ। এর আগে একাধিকবার অসম পুলিশের তরফ থেকে বলা হয়েছে, সিঙ্গাপুর সরকার এই ঘটনার তদন্তে কোনও সাহায্য করছে না। অবশেষে, সিঙ্গাপুর পুলিশের তরফ থেকে জুবিনের মৃত্যু নিয়ে বিবৃতি প্রকাশ করা হল। কী রয়েছে সেখানে?
জুবিনের মৃত্যুর নিয়ে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে জানানো হয়েছে, জুবিনের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা দেখা যাচ্ছে না। এমনকি, এই মৃত্যুর পিছনে, কোনও ষড়যন্ত্রের তথ্য ও পাওয়া যায়নি। সেই কারণে সিঙ্গাপুর পুলিশের তরফ থেকে অনুরোধ, এই নিয়ে যেন কোনও ভুয়ো খবর ছড়ানো না হয়। যদিও জানানো হচ্ছে, এখানেই তদন্তের শেষ নয়, আগামী ৩ মাস পর্যন্ত তদন্ত চলবে। তাঁরা তদন্ত চালিয়ে যাবেন, অসম সরকারকে সাহায্য করে যাবেন এবং আগামীদিনে আরও রিপোর্ট পেশ করবেন, এমনই বার্তা দিয়েছে সিঙ্গাপুর পুলিশ। পাশাপাশি, তাঁদের তরফ থেকে আরও অনুরোধ করা হয়েছে, এই মামলা নিয়ে ইতিমধ্যেই প্রচুর ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। ফের যেন এই মামলা নিয়ে নতুন করে কোনও ভুয়ো তথ্য ছড়ানো না হয়।
সেপ্টেম্বর মাসে আকস্মিক মৃত্যু হয়েছে গায়ক জুবিন গর্গের। ঘটনার দিন সিঙ্গাপুরে ছিলেন জুবিন। একটি ইয়ট পার্টি চলছিল। আর সেখানেই উপস্থিত ছিলেন এই ৫ অহমিয়া প্রবাসী। ওই পার্টিতে উপস্থিত থাকা মোট ১১ জন অহমিয়া প্রবাসীকেই সমন পাঠিয়েছিল অসম পুলিশের সিআইডি টিম। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ৭ জন হাজির হয়েছেন তদন্তকারীদের সামনে। ২ জনকে সম্প্রতি পেশ করা হয়েছে অসম সিআইডি- র তদন্তকারী আধিকারিকদের সামনে। বাকি যাঁরা হাজিরা দেননি প্রথমবারের সমনে, তাঁদের পুনরায় সমন পাঠানো হয়েছে। অসমের বাকসা জেলায় মুশালপুরের কাছে নতুন একটি জেল তৈরি হয়েছে। এটি একটি জেলা কারাগার। এই জেলেই আপাতত থাকবে ৫ অভিযুক্ত।
যে ৫ অভিযুক্তকে সদ্যই বাকসা জেলার জেলে স্থানান্তর করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন, নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল আয়োজক শ্যামকুণ্ডু মহান্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, গায়কের তুতো ভাই এবং পুলিশ আধিকারিক সন্দীপন গর্গ এবং তাঁর দুই দেহরক্ষী নন্দেশ্বর বোরা ও পরেশ বৈশ্য। এই ৫ অভিযুক্তর সিআইডি হেফাজত শেষ হওয়ার পরই তাঁদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, পরবর্তীতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অভিযুক্তদের আদালতে পেশ করা হবে।





















