Jojo Controversy: অনুষ্ঠান করতে গিয়ে তীক্ত অভিজ্ঞতা জোজোর, ক্ষোভ উগরে দিলেন পৌষালীর দলের বিরুদ্ধে!
Jojo-Pousali Controversy: জোজো জানিয়েছেন, সদ্যই বিজয়গড়ে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন জোজো। সেখানে জোজোর সঙ্গে অনুষ্ঠান করা কথা ছিল সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়েরও

কলকাতা: সোশ্যাল মিডিয়া বর্তমানে নিজেদের মতামত প্রকাশ থেকে শুরু করে ভাল বা মন্দ অনুভূতি বলা.. সব কিছুর একটা জায়গা হয়ে উঠেছে। তবে সোশ্যাল মিডিয়া অনেক সময়, ক্ষোভপ্রকাশেরও জায়গা হয়ে ওঠে বই কি! নিজেদের সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন অনেকেই। তবে এবার, কোনও সাধারণ মানুষ নয়.. শো করতে গিয়ে সমস্যার মুখোমুখি জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো (Jojo)। সম্প্রতি, বিজয়গড়ে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন জোজো। আর সেখানে গিয়ে সমস্যার মুখোমুখি হন জোজো। সেই কথা সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়েছেন জোজো।
কী হয়েছে সঙ্গীতশিল্পীর সঙ্গে? জোজো জানিয়েছেন, সদ্যই বিজয়গড়ে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন জোজো। সেখানে জোজোর সঙ্গে অনুষ্ঠান করা কথা ছিল সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়েরও (Pousali Banerjee)। জোজো জানিয়েছেন, কোনও মঞ্চে যদি একই সন্ধেয় দুই সঙ্গীতশিল্পীর অনুষ্ঠান করার কথা থাকে, তাহলে যাঁর পরে অনুষ্ঠান করার কথা, তাঁর টিম আগে সাউন্ড চেক করে নেন। এরপরে যাঁদের আগে অনুষ্ঠান করার কথা, তাঁরা সাউন্ড চেক করেন। সেই নিয়ম অনুযায়ী, এদিনের সন্ধেতে আগে সাউন্ড চেক করে নেন জোজো আর তাঁর মিউজিসিয়ানের টিম। এদিন সন্ধেয় আগে অনুষ্ঠান করার কথা ছিল পৌষালীর, তারপরে মঞ্চে ওঠার কথা ছিল জোজোর। সেই মতো আগে সাউন্ড চেক করে, জোজোর মিউজিশিয়ান্সরা খাওয়া দাওয়া করতে পাশের একটি রেস্তোরাঁয় চলে যান।
জোজোর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, যাতে পৌষালী আর তাঁর টিম সাউন্ড চেক করতে পারে, সেই কারণে যাবতীয় বাদ্যযন্ত্র সরিয়েই রাখা হয়েছিল জোজোর টিমের তরফ থেকে। পৌষালীর টিমের ড্রাম ছিল না আর জোজোর টিমের সঙ্গে ছিল ড্রাম। বাদ্যযন্ত্র বেশি হওয়া সত্ত্বেও, জোজোর টিম যতটা সম্ভব পৌষালীর টিমকে জায়গা করে দিয়েছিলেন সাউন্ড চেক করার জন্য। কিন্তু জোজোর অভিযোগ, তাঁর টিমের অনুপস্থিতিতে তাঁদের যাবতীয় বাদ্যযন্ত্র সরিয়ে দেওয়া হয়। জোজোদের টিমের কেউ যখন ছিলেন না, তখন পৌষালীর টিম মঞ্চে উঠে নাকি জোজোর টিমের সমস্ত বাদ্যযন্ত্র সরিয়ে দেয়, এমনটাই অভিযোগ জোজোর।
জোজোর দাবি, এই ঘটনায় তিনি যথেষ্ট অপমানিত হয়েছেন। তিনি হয়তো অনুষ্ঠানটা করতেন না, কিন্তু দর্শক আর অনুষ্ঠানের আয়োজকদের কথা ভেবেই নাকি তিনি এই অনুষ্ঠানটা করেন। জোজো সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে জানিয়েছেন, এই ধরণের কাজ পৌষালী বা তাঁর দল যদি অন্য কোনও সঙ্গীতশিল্পীর সঙ্গে এই ব্যবহার করেন, তাহলে সেটা মোটেই ভাল হবে না, এমনটাই জানিয়ে দেন জোজো। গোটা ঘটনাটাকে 'অসভ্যতা' বলেই আখ্যা দিয়েছেন তিনি। গোটা ঘটনায় যে জোজো ভীষণভাবে বিরক্ত, কষ্ট পেয়েছেন আর তাঁর রাগ হয়েছে... সেই কথা দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেন জোজো।























