Mumbai News: মুম্বইয়ে এনরিকে ইগলেসিয়াসের কনসার্ট থেকে ২৪ লক্ষ টাকার ফোন চুরি, গিয়েছিলেন বলিউড তারকারাও
Enrique Iglesias' Concert in Mumbai: বিদেশি গানের প্রতি অনুরাগ রয়েছে যাঁদের, তাঁরা প্রত্যেকেই স্পেনীয় তারকা এনরিকেকে চেনেন।

মুম্বই: বলিউডের তাবড় তারকারা উপস্থিত হয়েছিলেন। সেই ভিডিও এখনও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু মুম্বইয়ে এনরিকে ইগলেসিয়াসের কনসার্ট খবরের শিরোনামে উঠে এল সম্পূর্ণ অন্য় কারণে। জানা গেল, উপচে পড়া ভিড়ের মধ্যে, কনসার্ট থেকে নয় নয় করে প্রায় ২৪ লক্ষ টাকার ফোন চুরি গিয়েছে। (Enrique Iglesias' Concert in Mumbai)
বিদেশি গানের প্রতি অনুরাগ রয়েছে যাঁদের, তাঁরা প্রত্যেকেই স্পেনীয় তারকা এনরিকেকে চেনেন। সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে কনসার্ট ছিল তাঁর। সেখান থেকে ৮০টির বেশি ফোন চুরি গিয়েছে বলে জানা যাচ্ছে। সবমিলিয়ে প্রায় ২৪ লক্ষ টাকার ফোন চুরি গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। (Mumbai News)
এখনও পর্যন্ত যা তথ্য় মিলেছে, সেই অনুযায়ী পুলিশের ধারণা, কনসার্টে আলো-আঁধারির পরিবেশ ছিল। সেখানে এনরিকে অনুরাগীরা যখন নাচ-গানে মগ্ন, হাত সাফ করে বেরিয়ে যায় চোরের দল। সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারেননি। বরং কনসার্ট শেষ হতে ফোন বের করতে গিয়ে টনক নড়ে সকলের।
এই ঘটনায় এফআইআর দায়ের করেছে BKC থানার পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। পুলিশের এক আধিকারিক সংবাদ মাধ্যমে বলেন, “কনসার্টে যাঁরা গিয়েছিলেন, তাঁদের অভিযোগের ভিত্তিতে একাধিক চুরির এফআইআর দায়ের করেছি আমরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, ডিজিটাল ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।”
View this post on Instagram
ওই কনসার্টের টিকিটের দামও ছিল অনেকটাই। সেখানে ফোন চুরি যাওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। চুরি যাওয়া ফোন খুঁজতে সংশ্লিষ্ট টেলিকম সংস্থার সাহায্য় নিচ্ছে পুলিশ।
গ্র্যামি বিজয়ী এনরিকের কনসার্ট ঘিরে গোড়া থেকেই উৎসাহ ছিল তুঙ্গে। প্রায় ২৫ হাজার মানুষ ওই কনসার্টে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। শুধু সাধারণ মানুষই নন, বলিউড তারকা বিদ্যা বালন, মালাইকা আরোরা, রকুলপ্রীত সিংহ, জ্যাকি ভাগনানি, রুবিনা দিলায়েক, অভিনব শুক্ল, মেয়াং চ্যাং, রাহুল বৈদ্য পর্যন্ত সেখানে হাজির হন।
অনুরাগীদের নিরাশ করেননি এনরিকেও। একের পর এক হিট গান শোনান সকলকে। প্রায় ৯০ মিনিট ধরে সকলকে মাতিয়ে রাখেন তিনি। তিনি বলেন, “সকলকে অসংখ্য ধন্যবাদ। ২০০৪ সালে প্রথম এখানে আসি। আবারও ফিরতে পারার অনুভূতি দারুণ।”






















