কলকাতা: প্রথমবার একসঙ্গে কাজ করছেন অভিনেতা সোহম মজুমদার (Soham Majumdar) ও অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। দুই অভিনেতা অভিনেত্রীর শিকড় বাংলায় হলেও, দুজনেই এখন মুম্বইয়ের বাসিন্দা। সোহম দীর্ঘদিন থেকেই মুম্বইতে কাজ করছেন চুটিয়ে। অন্যদিকে দেবচন্দ্রিমাও ধীরে ধীরে পা জমাচ্ছেন মায়ানগরীতে। মুম্বইতে ছোটপর্দায় কাজ শুরু করেছেন দেবচন্দ্রিমা। সোহম ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন একাধিক বলিউড ছবিতে। পাশাপাশি টলিউডে অর্থাৎ বাংলা ছবিতেও মুখ্যভূমিকায় অনেকগুলি অভিনয় করে ফেলেছেন সোহম। তবে এই প্রথম দেবচন্দ্রিমার বিপরীতে দেখা যাবে তাঁকে।
জি ফাইভের (Zee 5) নতুন একটি ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যাবে সোহম ও দেবচন্দ্রিমাকে। কলকাতার আনাচে কানাচে চলছে শ্যুটিং। জি ফাইভ বিভিন্ন ভাষায়, ভিন্ন স্বাদের বিনোদন নিয়ে আসার চেষ্টা করছে। তার মধ্যে অবশ্যই বাংলার জন্য বেশ কিছু নতুন ওয়েব সিরিজ থাকছে। তারই একটিতে দেখা যাবে সোহম ও দেবচন্দ্রিমাকে। তাঁদের কেমন চরিত্রে দেখা যাবে বা ওয়েব সিরিজটি কী নিয়ে তা এখনই প্রকাশ করতে নারাজ সংস্থা। তবে তাঁরা নতুন কোনও চমক নিয়ে আসবেন তা প্রত্যাশা করাই যায়। সোহমকে সম্ভবত একজন পুলিশের চরিত্রে দেখা যাবে। দেবচন্দ্রিমাকে দেখা যাবে সোহমের স্ত্রীয়ের চরিত্রে।
প্রসঙ্গত, সদ্যই একটি বাংলা ওয়েব সিরিজে অভিনয় করে নজর কেড়েছিলেন দেবচন্দ্রিমা। 'পরিণীতা' মুক্তি পেয়েছিল 'হইচই'-তে। সেই সময়ে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে মুম্বইতে কাজের অভিজ্ঞতা নিয়ে দেবচন্দ্রিমা বলেছিলেন, 'নয় নয় করে অনেকদিন হয়ে গেল একসঙ্গে কাজ করছি। সবার সঙ্গে এখন খুব ভাল সম্পর্ক হয়ে গিয়েছে। খুব মজা করেই কাজ করছি। প্রথমে এসে একটু একা একা লাগত। মনে হত, আমি বাইরে থেকে এসেছি। সবার সঙ্গে মিশতে পারতাম না প্রথমে। এখন পরিস্থিতি বদলে গিয়েছে। সবার সঙ্গে মিলেমিশেই কাজ করছি। তবে বাংলা আর এখানকার কাজের ধরণ একটু আলাদা। এখানে সেটে একটুও বিশ্রামের সময় পাওয়া যায় না। ফুটেজ না উঠলে ১৬-১৭ ঘণ্টা পর্যন্তও শ্যুটিং হতে পারে। কলকাতাতেও এই ধারা প্রথমদিকে ছিল। এখন বদলে গিয়েছে। আমার অবশ্য এই ধারায় কাজ পছন্দ নয়, শরীর একটুও বিশ্রাম পায় না। একটা সময়ে মাথা কাজ করে না। কিন্তু এখন মানিয়ে নিয়েছি।'
অন্যদিকে সোহম সদ্যই টলিউডে একের পর এক অভিনয় করেছেন। অন্যদিকে মুম্বইতে 'কবীর সিং' থেকে শুরু করে একাধিক কাজ করে মায়ানগরীতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন।