নয়াদিল্লি: আন্তর্জাতিক স্তরে (Global Recognition) কোনও ফুটবল ম্যাচের (Football Match) ডিজিট্যাল বোর্ডে (Digital Board) জায়গা করে নিল বলিউডের গান। কোন গান স্থান পেল জানেন? অরিজিৎ সিংহের (Arijit Singh) 'বইরিয়া' (Bairiya)।
'এল ক্লাসিকো'য় অরিজিৎ সিংহের গান
সম্প্রতি 'এফ সি বার্সেলোনা'র ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে (Camp Nou) অনুষ্ঠিত হয় রিয়েল মাদ্রিদ ও এফ সি বার্সালোনার (Real Madrid and FC Barcelona) মধ্যে 'এল ক্লাসিকো' (El Clasico) ম্যাচ। আর সেখানেই ডিজিট্যাল পেরিমিটার বোর্ডে হঠাৎ ভেসে ওঠে অরিজিৎ সিংহের গান। ভারতের প্রথম সারির অন্যতম সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ। পশ্চিমবঙ্গ তথা ভারতকে বারবার সম্মানিত, গর্বিত করতে তিনি পিছপা হন না। এবার ফের একবার তাঁর দৌলতে গর্বিত ভারত। কোনও 'এল ক্লাসিকো'তে এই প্রথম বলিউডের গান চলল। গতকাল স্টেডিয়ামে উপস্থিত সমস্ত অনুরাগী তো বটেই, এমনকী গোটা দুনিয়া, মানুষ এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়। ম্যাচের মাঝে 'বইরিয়া' শোনেন তাঁরা। গোল্ডি সোহেলের তৈরি এই গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, গেয়েছেন অবশ্যই অরিজিৎ সিংহ।
এই ঘটনার প্রেক্ষিতে কী বললেন অরিজিৎ? তাঁর কথায়, 'আমি উচ্ছ্বসিত যে আমাদের গান 'বইরিয়া' বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যু পর্যন্ত রাস্তা করে ফেলেছে। এই গানের সঙ্গে যুক্ত সকলের কাছে আমি কৃতজ্ঞ এই আনন্দের মুহূর্তের জন্য।' উচ্ছ্বসিত কম্পোজার গোল্ডি সোহেল। তিনি বলেন, 'এটি আমার এবং প্রত্যেকে যাঁরা এই মাস্টারপিসের অংশ হয়েছেন তাঁদের জন্য পরম আনন্দের ব্যাপার। ক্যাম্প ন্যু-তে আমাদের 'বইরিয়া' গানের জন্য এটি একটি বিশ্বব্যাপী স্বীকৃতি। আমরা এর চেয়ে বেশি আর কিছুই চাইতে পারতাম না।'
অরিজিৎ সিংহের প্রশংসায় এমনিই পঞ্চমুখ দেশবাসী। তাঁর গানে মোহিত থাকেন আট থেকে আশি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রীর অনুরোধে তিনি গেয়েছিলেন, 'রং দে তু মোহে গেরুয়া'। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। অনেকেই এর নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি খুঁজেছিলেন। বলা হয়েছিল, গেরুয়া-র জয়ধ্বনিতে যেন শাসক দলকে বার্তা দিতে চেয়েছিলেন অরিজিৎ সিংহ। বিতর্ক আরও বাড়ে যখন কলকাতায় অরিজিতের কনসার্টের ভেন্যুর অনুমতি নিয়ে টালবাহানা শুরু হয়। শেষ পর্যন্ত বদল ঘটে কনসার্টের ভেন্যুতে, জমজমাট অনুষ্ঠানে আবিষ্ট হন শহরবাসী।