Sonu Nigam: আজান শুরু হবে শুনেই অনুষ্ঠান থামালেন সোনু নিগম, অথচ এক সময়ে এই নিয়েই জড়িয়েছিলেন বিতর্কে!
Sonu Nigam News: সদ্যই শ্রীনগরে একটি অনুষ্ঠান করছিলেন সোনু নিগম। শ্রীনগরে এটাই তাঁর প্রথম অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও

কলকাতা: একটা সময়ে, মাইকে আজান বাজা নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন। তবে এবার, একেবারে অন্য পথে হাঁটলেন সোনু নিগম (Sonu Nigam)। শ্রীনগরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। আর সেখানেই ভাইরাল হল সোনু নিগমের অনুষ্ঠানের একটি মুহূর্ত। মাইকে আজান বাজবে, সেটা বুঝতে পেরেই, গানের অনুষ্ঠান থামিয়ে দিলেন সোনু নিগম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। শ্রীনগরে এটাই সোনু নিগমের প্রথম অনুষ্ঠান। একবার আজান নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। আর এবার, সেই আজানকে সম্মান জানিয়েই অনুষ্ঠান থামিয়ে দিলেন সোনু নিগম।
সদ্যই শ্রীনগরে একটি অনুষ্ঠান করছিলেন সোনু নিগম। শ্রীনগরে এটাই তাঁর প্রথম অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, আজান শুরু হবে বুঝতে পেরে সোনু নিগম বলছেন, 'আমায় ২টো মিনিট সময় দিন। এখনই আজান শুরু হবে। এই কথা বলে, কিছুক্ষণ অনুষ্ঠান বন্ধ রাখেন সোনু নিগম। এরপরে, আজান শেষ হওয়ার পরে তিনি ফের অনুষ্ঠান শুরু করেন। উপস্থিত দর্শকেরা সোনু নিগমের এই ব্যবহারের প্রশংসা করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। প্রত্যেকেই সোনুর এই ব্যবহারের প্রশংসা করেন। তবে সংবাদমাধ্যমকে এক স্থানীয় মানুষ জানিয়েছেন, সোনু নিগমের এই অনুষ্ঠানে দর্শক সংখ্যা আশানুরুপ ছিল না।
সদ্যই পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে 'বেঁফাস' মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সোনু নিগম। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছে ২৫ জন সাধারণ নিরীহ পর্যটক। আর তাঁদের বাঁচাতে গিয়ে নিহত হন স্থানীয় এক যুবক, যিনি টাট্টু ঘোড়ার চালক। অর্থাৎ মোট ২৬ জনের মৃত্যু হয় এই জঙ্গি হামলায়। ধর্মীয় পরিচয় জেনে, বেছে বেছে হিন্দু পর্যটকদের এবং মূলত পুরুষদের নিশানা করেছিল জঙ্গিরা।
এরপর ২৫ এবং ২৬ এপ্রিল বেঙ্গালুরুর কলেজে শো ছিল সোনু নিগমের। সেখানেই পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে 'বেঁফাস' মন্তব্য করেন গায়ক। বেঙ্গালুরুর ভার্গোনগরে ইস্ট পয়েন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-তে শো ছিল সোনু নিগমের, ২৫-২৬ এপ্রিল। অভিযোগ সেখানেই সোনু নিগমকে বারংবার কন্নড় গান গাওয়ার কথা বলছিলেন এক তরুণ। এর জেরেই রেগে গিয়ে জবাব দেন গায়ক। সোনু বলেন, 'আমি অনেক ভাষায় গান গেয়েছি, কন্নড় ভাষাতেও। আমি যখন কর্নাটকে আসি অনেক ভালবাসা আর শ্রদ্ধা নিয়ে আসি। আপনারা সবাই আমাকে পরিবারের মতো দেখেন। যখনই অনুরোধ করা হয় আমি কন্নড় গান গাই। এই যুবক যখন জন্মাননি, তার আগে আমি কন্নড় ভাষায় গান গেয়েছি। কিন্তু উনি যেভাবে 'কন্নড়, কন্নড়' বলে চেঁচাচ্ছিলেন সেটা আমার পছন্দ হয়নি। এই ধরনের আচরণের জন্যই পহেলগাঁওয়ের হামলার মতো ঘটনা ঘটে।'






















