নয়াদিল্লি: অপেক্ষার অবসান। মুক্তি পেল 'স্পাইডারম্যান-নো ওয়ে ফর হোম' (SPIDER-MAN: NO WAY HOME) -এর টিজার (Teaser Trailer )। সেই সঙ্গে প্রকাশ্যে এল ছবি মুক্তির দিনও। চলতি বছরের ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'স্পাইডারম্যান-নো ওয়ে ফর হোম'। ইতিমধ্যেই ইউটিউবে ১৫,১৭৯,১১০ জন মানুষ। অর্থাৎ মুক্তির কিছুক্ষণের মধ্যেই এক কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে ৩ মিনিটের কিছু সময়ের বেশি এই টিজার।


'স্পাইডারম্যান-নো ওয়ে ফর হোম'- ছবি নিয়ে মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল ইতিমধ্যেই। টিজারের ভিউ থেকেই অবশ্য তা স্পষ্ট। প্রত্যেকেই জানার জন্য উৎগ্রীব যে মিস্টিরিও স্পাইডারম্যানের আসল পরিচয় জেনে ফেলবার পর কি হতে চলেছে পিটার পার্কারের সঙ্গে। ইতিমধ্যেই সোনি পিকচারস-এর অফিসিয়াল ট্যুইটারের তরফ থেকে প্রোমোটি ট্যুইট করে লেখা হয়েছে, কী হতে চলেছে? দেখুন স্পাইডারম্যানের নতুন ছবির এই টিজার। স্পাইডারম্যান-নো ওয়ে ফর হোম'। আগামী ১৭ ডিসেম্বর, ক্রিসমাসের আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান-নো ওয়ে ফর হোম'।


এই ছবিতে স্পাইডারম্যান বা পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড। অ্যাডভেঞ্চারর্স-এন্ডগেম ছবিতে টনি স্টার্কের মৃত্যুর পর এই ছবিতে স্পাইডারম্যানের জীবন কার্যত অভিভাবকহীন। টিজারে দেখা গিয়েছে পিটার পার্কার ডঃ স্ট্রেন্জের সঙ্গে দেখা করছেন। তাঁরা আলোচনা করছেন মিস্টিরিও-র সেই ভিডিও ফুটেজ নিয়ে। ফুটে উঠেছে পিটারের পরিচয় জানার পর তাঁর জীবনের বিভিন্ন মানসিক টানাপোড়েন ও ওঠাপড়াও।


অ্যালফ্রেড মেলিনা-এর আগে ডঃ অক্টোপাসের ভূমিকায় অভিনয় করেছেন। সেই ছবিতে স্পাইডারম্যানের ভূমিকায় অভিনয় করেছিলেন টবি ম্যাগুয়ার। ট্রেলারের শেষে দেখা গিয়েছে ডঃ অক্টোপাসকেও। গোটা টিজার জুড়ে রয়েছে টান টান নাটকীয়তা আর লার্জার দ্যান লাইফ অ্যাকশান। তবে কেবল অ্যাকশান বা রুদ্ধশ্বাস রহস্য নয়। অন্য সব ছবির মত স্পাইডারম্যান ওরফে পিটার পার্কারের জীবনে রয়েছে প্রেমের ছোঁয়াও। টিজারের শুরু দিকের কিছু দৃশ্য মন ভালো করে দিতে বাধ্য।


কলম্বিমা পিকচার্স আর মার্ভেল স্টুডিওর সহ প্রযোজনায় মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান-নো ওয়ে ফর হোম'। প্রযোজকদের বার্তা, এই ক্রিসমাসে একগুচ্ছ চমক নিয়ে আসছে স্পাইডারম্যান-নো ওয়ে ফর হোম'।