কলকাতা: হাসপাতাল থেকে প্রথম সেলফি.. সঙ্গে কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। হাসপাতালের বিছানায় শুয়েই প্রথম সেলফি শেয়ার করে নিলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। সদ্য মা হয়েছেন শ্রীময়ী। তিনি যে মা হচ্ছেন, সেই খবর কার্যত কাকপক্ষীতেও টের পায়নি। তবে মা হওয়ার পরে সেই খবর শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর এবার হাসপাতাল থেকে প্রথম ছবি শেয়ার করে নিলেন শ্রীময়ী।
সোশ্যাল মিডিয়ায় আজ যে ছবিটি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী, সেখানে দেখা যাচ্ছে তিনি শুয়ে রয়েছেন হাসপাতালের বিছানায়। আর তাঁর দিকে চুমু ছুঁড়ে দিচ্ছেন কাঞ্চন। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি এই ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। এর আগে সোশ্যাল মিডিয়ায় নিজের বেবিবাম্পের ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। সেখানে তিনি লিখেছেন, 'সফরটা ছিল অনেকটা লম্বা। ৯ মাসের একটা সফর। একটা শারীরিক এবং মানসিক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। একটা সফর, যেখানে আমি বুঝতে পারতাম আমার মধ্যে একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে। আমার কাছে আশীর্বাদের মতোই মনে হত। অনেকটা অপেক্ষার পরে অবশেষে আমার ঘরে একটা ছোট্ট দেবদূত এসেছে। প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা আবেগই ওর আসার কাছে ক্ষুদ্র হয়ে গিয়েছে।'
সন্তান হওয়ার খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন লিখেছিলেন, 'এই শুভ মুহূর্তে, আমরা আমাদের জীবনের সবচেয়ে ভাল খবরটা দিতে চাই। আমরা এখন ৩ জনের পরিবার। আমাদের ছোট্ট মেয়ে কৃষভিকে আশীর্বাদ করবেন। মিস্টার অ্যান্ড মিসেস মৌলিক'। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করতেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অনিন্দিতা রায়চৌধুরী। কালীপুজোর ছবিতেই স্পষ্ট ছিল শ্রীময়ীর গর্ভ। তবে সেই সময়ে কিচ্ছু জানাননি অভিনেতা অভিনেত্রী। কালীপুজোর পরের দিনই মেয়ে হয়েছে তাঁদের। সুখবর শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
আরও পড়ুন: Shah Rukh Khan: ক্যাফেতে দেখা করতেন গৌরীর সঙ্গে.. কেমন ছিল শাহরুখের প্রেমের শুরুটা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে