কলকাতা: প্রথমবার ক্যামেরার পিছনে বরুণ গ্রোভার (Varun Grover)। আসছে তাঁর পরিচালনায় প্রথম ছবি 'অল ইন্ডিয়া র্যাঙ্ক' (All India Rank)। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে দুই বাঙালি, ময়ূখ মৈনাক (Mayukh Mainak)। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ছবির হাত ধরেই প্রবেশ তাঁদের।
মুক্তির অপেক্ষায় 'অল ইন্ডিয়া র্যাঙ্ক'
বিনোদন দুনিয়ার এক অতিপরিচিত ও বহুমুখী প্রতিভার নাম বরুণ গ্রোভার। তিনি একাধারে স্ট্যান্ড-আপ কমেডিয়ান, গীতিকার, লিখেছেন একাধিক হিট ছবির চিত্রনাট্য। স্ট্যান্ড-আপ কমেডি দিয়ে কর্মজীবন শুরু করেন বরুণ। তাঁর সামাজিক প্রেক্ষাপটের ওপর তৈরি হাস্যরসে পূর্ণ পারফর্ম্যান্স সহজেই দর্শক মন জয় করে। এছাড়া অত্যন্ত জনপ্রিয় ছবি 'দম লগাকে হাইসা'র গান 'মোহ মোহ কে ধাগে' (Moh Moh Ke Dhaage) গীতিকার তিনি। পেয়েছেন ভূয়সী প্রসংশা। শুধু তাই নয়, এই গানের হাত ধরে 'বেস্ট লিরিক্স'-এর জাতীয় পুরস্কার পান তিনি। তাঁর লেখার হাত তাঁকে ভারতীয় সিনেদুনিয়ার অবিচ্ছেদ্য অংশ করে তোলে অচিরেই। এই দুই গুণের পাশাপাশি বরুণ গ্রোভার চিত্রনাট্যও লিখেছেন একাধিক ছবির। 'মাসান' বা 'সেক্রেড গেমস'-এর মতো প্রজেক্টের সঙ্গে জড়িত থেকেছেন তিনি। এবার তিনিই পরিচালকের আসনে।
মুক্তির অপেক্ষায় বরুণ গ্রোভার পরিচালিত প্রথম ছবি 'অল ইন্ডিয়া র্যাঙ্ক'। ডেবিউ ছবিতে হাত দেওয়ার আগে বিনোদন দুনিয়ায় নিজের পোক্ত স্থান করেছেন বরুণ। আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে 'অল ইন্ডিয়া র্যাঙ্ক'। যা নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের একটা বড় অধ্যায়ের সূচনা ঘটাবে। তবে এর আগেই এই ছবি একাধিক চলচ্চিত্র উৎসবে পৌঁছেছে, ভালবাসা পেয়েছে দর্শকের। এই ছবি 'রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ 'ক্লোজিং ফিল্ম' অর্থাৎ সমাপ্তি চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। ভারতে এই ছবি প্রথম দেখানো হয় মুম্বইয়ের চলচ্চিত্র উৎসব MAMI ২০২৩-এ।
ছবির প্রেক্ষাপট
১৯৯০-এর প্রেক্ষাপটে তৈরি এই ছবি। কমেডি ড্রামা ঘরানার এই ছবি আবর্তিত হয় ১৭ বছর বয়সী বিবেক নামের এক ছাত্রকে ঘিরে। বাড়ি থেকে যাকে পাঠিয়ে দেওয়া হয় বাইরে, বড় পরীক্ষার প্রস্তুতি নিতে, হস্টেলে। প্রতিযোগিতামূলক IIT-র প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতির চাপ এবং চ্যালেঞ্জের সঙ্গে প্রতিনিয়ত লড়াই শুরু হয় বিবেকের, যাকে প্রায়ই "ভারতের এমআইটি" হিসেবে উল্লেখ করা হয়। শ্রীরাম রাঘবন নিবেদিত, সরিতা পাটিল ও সঞ্জয় রাউত্রে প্রযোজিত, 'অল ইন্ডিয়া র্যাঙ্ক' উচ্চাকাঙ্ক্ষা, কিশোর পড়ুয়াদের প্রত্যেকদিনের সংগ্রাম এবং সামাজিক প্রত্যাশার একটি নস্টালজিক অভিজ্ঞতা হতে চলেছে।
এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাবেন দুই বাঙালি। ময়ূখ ও মৈনাক বহুদিনই মুম্বইয়ের বাসিন্দা। বাংলা ছবিতে কাজের পর, সমুদ্রপাড়ে তাঁদের বাস। কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনে। 'অল ইন্ডিয়া র্যাঙ্ক' ছবির হাত ধরে সঙ্গীত পরিচালক হিসেবে হিন্দি সিনে দুনিয়ায় তাঁদের প্রবেশ। এই ছবির গান থেকে শুরু করে আবহ সঙ্গীত, সবটাই তাঁদের দায়িত্বে তৈরি হয়েছে। ছবিতে পাঁচটি ভিন্ন ধরনের গান আছে, এবং প্রত্যেক ক্ষেত্রে ময়ূখ ও মৈনাকের শিল্পসত্ত্বার বহিঃপ্রকাশ হয়েছে। একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী বিশাল ভরদ্বাজ। এছাড়া 'কলা' ছবির 'শখ' খ্যাত শাহিদ মাল্য, এই ছবির অপর একটি গানে কণ্ঠ দিয়েছেন। বরুণ গ্রোভারের সঙ্গে কাজ করে স্বভাবতই উচ্ছ্বসিত সঙ্গীত পরিচালকদ্বয়। তাঁদের কথায়, 'বরুণ গ্রোভারের মতো দেশের অন্যতম সেরা ও বিচক্ষণ শিল্পীর সঙ্গে কাজ করা সবসময়ই একটি দারুণ অভিজ্ঞতা। আমরা অনেক কিছু শিখেছি, অনেক শেখা জিনিসের বাইরে বেরিয়েছি, এবং আশা করি আমরা এই সুন্দর ফিল্মটির মেজাজ এবং টেক্সচারের সঙ্গে নিজেদের মিলিয়ে দিতে পেরেছি।'
এই ছবির ট্রেলার প্রকাশ করেছিলেন বলিউডের তারকা অভিনেতা ভিকি কৌশল। ফলে স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে ইতিমধ্যেই। এছাড়া 'সব অচ্ছি বাতে' নামক একটি গান প্রকাশ্যে এনেছেন হুমা কুরেশি। ছবি প্রেক্ষাগৃহে আসতে আর মাত্র দিন কয়েক বাকি, তার আগেই দর্শকের সামনে আসবে সবকটি গান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।