টুইটে তাঁর পোস্ট করা ছবির প্রেক্ষিতে অনেক নেটিজেন কমেন্ট করেছেন। একজন লিখেছেন,’এক জন অপরাধী ১০ টাকার সমাজসেবা করলে সংবাদমাধ্যম সেটাকে ১০ হাজার টাকার কাজ বলে ঢাক পেটায়। তাঁর অপরাধগুলি ঢাকা পড়ে যায়… আগেও এমনটা হয়েছে… যখন সে কৃষ্ণসার, চিঙ্কারা মেরেছে, ফুটপাথবাসীকে গাড়ি চাপা দিয়েছে।‘‘
আরেকজন লিখেছেন, আপনি কি নিজেকে মানুষ মনে করেন? এত বছর ধরে তো আপনি মুখোশ পরেই রয়েছেন!
আরেক নেটিজেনের কমেন্ট, ইনি তো মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এনার চেহারায় এতো মুখোশ, যে আসল মুখ কোনওদিন দেখাই গেল না--- লজ্জাজনক সলমন। দুনিয়ার সামনে থেকে নিজের ফাঁপা চেহারা লুকোতে সলমন মুখ ঢেকে রেখেছেন!
সুশান্ত সিংহ রাজপুতের জন্য বিচার চেয়ে সলমনকে নিশানা করেছেন কেউ কেউ। সলমনের ফেসবুক পেজে আর এক জন লিখেছেন, ’ওই দ্রব্য (সলমনের ব্র্যান্ড) বয়কট করুন। সুশান্ত মৃত্যু-রহস্যের বিচার হোক।‘