নয়াদিল্লি: অমর কৌশিক (Amar Kaushik) পরিচালিত হরর কমেডি ঘরানার 'স্ত্রী ২' (Stree 2) জমিয়ে ব্যবসা করছে বক্স অফিসে। শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor), রাজকুমার রাও (Rajkummar Rao), পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত ছবি মুক্তির চতুর্থ দিনে ভারতীয় বাজারে ৫৮.২ কোটি টাকা আয় করে ফেলেছে। শুরুতেই দৃঢ় ব্যবসা আশা বাড়াচ্ছে নির্মাতাদের ('Stree 2' Box Office Collection)। 


বক্স অফিসে 'স্ত্রী ২' ঝড়, মোট আয়ের পরিমাণ কত?


ট্রেড অ্যানালিস্ট Sacnilk সূত্রে খবর, এই ছবি চতুর্থ দিনে ভারতে মোট ৫৮.২ কোটি টাকার ব্যবসা করেছে। অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবির বুধবারে যে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল সেখান থেকে আয়ের পরিমাণ ৮.৫ কোটি টাকা। ভিত শক্ত হতেই মুক্তির প্রথম দিনেই এই ছবি ৭৬.৫ কোটি টাকার ব্যবসা করে। প্রসঙ্গত, মুক্তির দিন ছিল স্বাধীনতা দিবস অর্থাৎ ছুটি। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণের সঙ্গে ৩৫.৩ কোটি যোগ করে। তৃতীয় দিনে আয়ের পরিমাণ ছিল ৪৫.৭ কোটি টাকা। অর্থাৎ প্রথম ৪ দিন মিলিয়ে দেশীয় বক্স অফিসে মোট আয়ের পরিমাণ ২০০ কোটি পার করে দাঁড়িয়েছে ২০৪ কোটিতে। জানিয়েছেন নির্মাতারা। ৪ দিনের শেষে গোটা বিশ্বে আয়ের পরিমাণ ২৮৩ কোটি টাকা।


 






প্রসঙ্গত, 'স্ত্রী' ছবিটিও বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। তারই দ্বিতীয় ভাগে চান্দেরি অঞ্চলের মানুষকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে 'সরকটে'। তার হাত থেকে রক্ষা পেতে আবারও চান্দেরির বাসিন্দারা 'স্ত্রী'য়ের শরণাপন্ন। ছবিতে রয়েছে একাধিক সারপ্রাইজ, দেখা মিলবে অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া ও বরুণ ধবনের। 


আরও পড়ুন: RG Kar News: বাড়ছে আন্দোলনের তেজ! 'উই ওয়ান্ট জাস্টিস', আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে চিত্রশিল্পী-সঙ্গীতশিল্পীরা


বক্স অফিসে জোর টক্করের মুখে পড়তে হতে পারত 'স্ত্রী ২'কে। কারণ একইসঙ্গে মুক্তি পেয়েছে জন আব্রাহামের 'বেদা' ও অক্ষয় কুমারের 'খেল খেল মেঁ'। তবে 'স্ত্রী ২'-এর ব্যবসার কাছে বেশ ফ্যাকাশে বাকি দুই ছবির বক্স অফিস কালেকশন। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগুতে মুক্তি পাওয়া সত্ত্বেও 'বেদা' মাত্র ৬.৫২ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে অক্ষয়ের 'খেল খেল মেঁ' ছবির আয়ের পরিমাণ ৫ কোটি টাকা। দীনেশ ভিজানের 'হরর কমেডি ইউনিভার্স'-এর অংশ 'স্ত্রী ২'। ২০১৮ সালে 'স্ত্রী'র হাত ধরে এই ইউনিভার্স শুরু হয়। যার পরবর্তী ছবিগুলি হল 'রুহি', 'ভেড়িয়া' ও 'মুঞ্জ্যা'। সেই ইউনিভার্সের নবতম সংযোজন 'স্ত্রী ২'। অত্যন্ত কম প্রচার সত্ত্বেও এই বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া 'মুঞ্জ্যা' ১০৭.৪৮ কোটি টাকা আয় করে প্রেক্ষাগৃহ থেকে। এখনও পর্যন্ত মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে বক্স অফিসে মোট আয়ের নিরিখে তৃতীয় স্থানে 'মুঞ্জ্যা'। প্রথম দুটি হল 'ফাইটার' ও 'শয়তান'। এখন 'স্ত্রী ২'র ব্যবসা কোথায় গিয়ে থামে সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।