নয়াদিল্লি: বক্স অফিসে ঝোড়ো ইনিংস চালাচ্ছে 'স্ত্রী ২' ('Stree 2' Box Office Collection)। অমর কৌশিক পরিচালিত হরর কমেডি (Horror Comedy) ঘরানার এই ছবি ইতিমধ্যেই ভেঙেছে একাধিক রেকর্ড, গড়েছেও নতুন রেকর্ড। প্রত্যেকদিনই নতুন রেকর্ড গড়ছে রাজকুমার রাও (Rajkummar Rao) ও শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) সিনেমা। এবার 'কেজিএফ ২' (KGF Chapter 2) ছবির হিন্দি সংস্করণের সর্বকালীন সর্বোচ্চ আয়ের রেকর্ডও ভাঙল এই ছবি। 


'কেজিএফ ২' ছবির আয় পিছনে ফেলল 'স্ত্রী ২'


বুধবার 'স্ত্রী ২' ছবির আয়ের পরিমাণ বলছে, প্রেক্ষাগৃহে হিন্দিতে যশ অভিনীত 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির সর্বকালীন সর্বোচ্চ আয়ের রেকর্ড ভাঙল এই ছবি। মাত্র ১৪ দিনে, 'স্ত্রী ২' মোট ৪৩৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এবার এই সপ্তাহান্তের মধ্যেই ছবিটি ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে নিশ্চিত ট্রেড অ্যানালিস্টরা। যা হলে, ভারতীয় ছবি হিসেবে তালিকায় নবম ও বলিউড ছবি হলে পঞ্চম স্থানে জায়গা করে নেমে 'স্ত্রী ২'। 


দ্বিতীয় বুধবারে, 'স্ত্রী ২' ছবির আয় ভারতে সবচেয়ে খারাপ ছিল। যদিও তা সত্ত্বেও সেই আয়ের পরিমাণ ভালই। এদিন ছবি দেশে মোট ৯.২৫ কোটি টাকা আয় করেছে। যা বাকি দিনগুলির তুলনায় সবচেয়ে কম। তবে এর ফলে দেশের বাজারে ছবির মোট আয়ের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৪৪৫ কোটিতে। এর সঙ্গে সঙ্গে 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির রেকর্ড ভেঙে সর্বকালীন সর্বোচ্চ আয় করা হিন্দি ছবির তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে 'স্ত্রী ২'। 


বিশ্বের বক্স অফিসের নিরিখে এই ছবি মঙ্গলবার পর্যন্ত ৬০০ কোটি পার করে ফেলেছে। তৃতীয় সপ্তাহান্তে আয়ের পরিমাণ বাড়বে বা একই ধরনের ভাল থাকবে বলেই আশা নির্মাতাদের। 'গদর ২', 'পাঠান', 'অ্যানিম্যাল' ছবির মতোই এই ছবিও এবার সর্বকালীন রেকর্ডের দিকে এগিয়ে চলেছে। 


আরও পড়ুন: Khushbu Sundar: 'যে হাতে আমাকে শক্ত করে ধরার কথা ছিল সেই হাতেই...', বাবার হাতে যৌন হেনস্থা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী-রাজনীতিক


চলতি বছরে নাগ অশ্বীন পরিচালিত 'কল্কি ২৮৯৮ এডি' ১০০০ কোটি টাকার ওপরে আয় করেছে। তারপরে এখনও পর্যন্ত করা ব্যবসার নিরিখে এই বছর দ্বিতীয় স্থানে 'স্ত্রী ২'। বক্স অফিসে জোর টক্করের মুখে পড়তে হতে পারত 'স্ত্রী ২'কে। কারণ একইসঙ্গে মুক্তি পেয়েছে জন আব্রাহামের 'বেদা' ও অক্ষয় কুমারের 'খেল খেল মেঁ'। তবে 'স্ত্রী ২'-এর ব্যবসার কাছে বেশ ফ্যাকাশে বাকি দুই ছবির বক্স অফিস কালেকশন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।