কলকাতা: বয়সের ভারে কুঁচকে গিয়েছে ত্বক, মাথার সমস্ত চুল সাদা, চোখে মোটা ফ্রেমের চশমা! একঝলকে দেখলে চেনাই যায় না অভিনেত্রীকে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী। সিরিজের নাম 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhater Hotel)।


দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharyya)-র পরিচালনায় ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন শুভশ্রী। হইচই (Hoichoi) -এর তরফ থেকে গতকাল অর্থাৎ মঙ্গলবার ঘোষণা করা হয়েছে একগুচ্ছ নতুন প্রোজেক্টের। এর মধ্যেই একটি 'ইন্দুবালা ভাতের হোটেল'। নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে নতুন সিরিজের লুক শেয়ার করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে এই পোস্টার। প্রস্থেটিক মেকআপে অচেনা শুভশ্রী। তবে শুধু কী অনুরাগীরা? শুভশ্রীর লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ টলিউডও।


শুভশ্রীর পোস্টে প্রশংসা করেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এই দুই নায়িকার সম্পর্কের শীতলতার কথা টলিউডে কারও অজানা নয়। কিন্তু ইউভানের জন্মের পরে তাঁকে শুভেচ্ছাবার্তা ও উপহার পাঠিয়েছিলেন মিমি। আর এখন, শুভশ্রীর ছবিতে মিমি লিখেছেন, 'দারুণ'। তবে কেবল মিমি নন, শুভশ্রীর এই লুককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনিন্দিতা বসু (Anindita Basu), ইমন চক্রবর্তী (Iman Chakraborty), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), দেবলীনা কুমার (Devleena Kumar), ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও অন্যান্যরা। 


আরও পড়ুন: Dhokha Round D Corner: পুজোর আগে কলকাতায় মাধবন, ঢাক বাজালেন, চাখলেন বাঙালি খাবার


সোশ্যাল মিডিয়ায় আজ শুভশ্রীর লুক শেয়ার করে নিয়েছেন রাজও। লিখেছেন, 'নিজেকে ভেঙে 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ পঁচাত্তর বছর বয়সী একজন মহিলার চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই৷ হ্যাটস অফ গোটা টিমকে। জানি খুব ভাল হবে। অপেক্ষায় রইলাম ৷'